Friday, January 10, 2020

দোকলা জীবন

দীর্ঘ ২০ বছর (এপ্রিল ১৯৯৯ - জানুয়ারি ২০২০) পর বাসা পালটালাম। আশা করি খোলের সাথে নলচেটাও বদলে যাবে না। এখনও পর্যন্ত এটাই আমার কোন বাসায় দীর্ঘতম বসবাস। প্রায় দশ বছর একা থাকার পর আবার সব কিছু নতুন করে শিখতে হচ্ছে। এখন আর চাইলেই রাত তিনটে বা চারটেয় কম্পিউটার অন করে কাজ করা যায় না। বৌয়ের কুকুরেরা বাজার লাগিয়ে দেয়। বাইরে থেকে বাসায় ফিরে জুতা বদলানোর পর ব্লিচিং পাউডার জলে চটি পায়ে দাঁড়িয়ে থাকতে হয় যাতে বাচ্চা কুকুরগুলো অসুস্থ না হয়। দেশে ঠাকুর ঘরে যেতেও এত ঝক্কি পোহাতে হত না। কী এক অস্বস্তিকর অবস্থা। চারিদিকে যেন অদৃশ্য দেয়াল তোলা। যাচ্ছেতাই করার স্বাধীনতার অকাল মৃত্যু আর কি। তাই বউকে বলেই ফেললাম

- এভাবে চললে আমাকে নতুন বাসা খুঁজতে হবে।
- কোন লাভ নেই।
- কেন?
- তোমার বাসার যে অবস্থা তাতে মনে হয় কিছুক্ষণ আগে নিউক্লিয়ার ওয়ার শেষ হয়েছে। এরপর তোমাকে বাসা ভাড়া দেবে কে?
বউ অবশ্য খুব বাড়িয়ে বলেনি। এক কলিগ আমার বাসার অবস্থা দেখে এর আগে বলেছিল

- বিগ ব্যাঙ্গের (BIG BANG) পরে মহাবিশ্বের পরিবেশ মনে হয় এমনটাই ছিল।

দুবনা, ১০ জানুয়ারি ২০২০
 
 
 

No comments:

Post a Comment