দ্বান্দ্বিক বস্তুবাদ দণ্ডনীয়? আপনি কী ভোগ করেন? হ্যাঁ, বস্তু। আপনি বস্তু ভোগ করেন তা সে যে ফর্মেই হোক না কেন। তাহলে ভোগবাদ কি বস্তুবাদ নয়? যদি তাই হয় তাহলে এই ভোগকে দীর্ঘস্থায়ী করার জন্যই যত মারামারি, কাটাকাটি। ঐ যে আপনার ঘরবাড়ি দখল করা হল, আপনাকে দেশ ছাড়া করা হল, ধর্ম বা অন্য যেকোনো অজুহাতেই তা হোক না কেন, এর মূলে কিন্তু ভোগের ইচ্ছে। আরব বসন্ত থেকে শুরু করে রং বেরঙের যেসব বিপ্লব ঘটে দেশে দেশে, সে সবই ভোগের জন্যে। ভোগের পেছনে বস্তু। বস্তু নিয়ে যত দ্বন্দ্ব। আর যদি বস্তুবাদ দ্বান্দ্বিক হয়, তাহলে তো কথাই নেই। দণ্ড আপনার কপালের লিখন, তা সে যে ফর্মেই হোক।
No comments:
Post a Comment