Friday, January 10, 2020

লাল বাতি

গতকাল যখন পুরনো বাসাকে হ্যান্ড ওভারের উপযোগী করতে যাচ্ছি, বউ বলল

- তোমাকে না একেবারে ট্র্যাফিক লাইটের মত দেখাচ্ছে।
- কেন?
- নিজের পোশাকের দিকে একবার তাকিয়ে দেখ।

আমরা জামাকাপরের দিকে কখনোই খুব একটা তাকাই না। বউ এক সময় জিজ্ঞেস করতে পারে তার নতুন হেয়ার স্টাইল আমার পছন্দ হয়েছে কিনা। সে যে কয়েক দিন আগে চুল কেটেছে সেটা আমার চোখেই পড়েনি। আমার এক উত্তর তুমি যদি আরাম পাও তাহলেই আমি খুশি। আমিও যে গত কয়েক দিন যাবত এ পোশাকেই বাসার মালামাল এদিক সেদিক করছি সেটা ও হয়তো আগে খেয়ালই করেনি। যাহোক তাকিয়ে দেখি আমার পরনে নীল জুতা, ঘিয়ে রঙের প্যান্ট, সাদা ওভার কোট আর মাথায় বেগুনি টুপি। এতক্ষণে বুঝলাম কেন রাস্তাঘাটে মানুষজন আমাকে দেখে মুচকি মুচকি হাসে।

- হুম। কিন্তু তুমি লাল আলো কোথায় দেখলে?
- লাল আলো আবার কি জন্যে?
- এই যে তুমি সারা জীবন ট্র্যাফিক লাইটের সামনে দাঁড়িয়েই রইলে লাল আলো ছাড়া সেটা কীভাবে সম্ভব?
- তোমার মাথার গরমে বেগুনি টুপি লাল হয়ে গিয়েছিল।

দুবনা, ১০ জানুয়ারি ২০২০
 
 

No comments:

Post a Comment