Wednesday, January 15, 2020

ভাগাভাগি

একটা কথা কিছুতেই মাথায় ঢুকছে না। ধর্মীয় অনুশাসনে যদি গান বাজনা ইত্যাদি নিষিদ্ধ হয়, তবে সেখানে যে ঘুস দুর্নীতিও নিষিদ্ধ সেটা বলার অপেক্ষা রাখে না। তাহলে ঘুস দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা না করে গান বাজনার বিরুদ্ধে কেন করা হচ্ছে? এটা কি সমাজের রাঘব বোয়ালরা ঘুস দুর্নীতি করে টাকা পয়সা উপার্জনে পারদর্শী হলেও গান বাজনা করে তা করতে পারে না সেজন্যেই? যারা আজ গান বাজনার বিরুদ্ধে জিহাদ জারি করছে গান বাজনাকেও যদি এসব মানুষের জন্য অর্থ উপার্জনের সহজ মাধ্যমে পরিণত করা যায় দেখবেন এরাই বুক দিয়ে গান বাজনাকে রক্ষা করতে রাস্তায় নেমেছে। আসল কথা টাকার ভাগে, ধর্মীয় অনুশাসন অজুহাত মাত্র।

দুবনা, ১৫ জানুয়ারি ২০২০
 
 
 

No comments:

Post a Comment