আজ পরীক্ষা নিচ্ছিলাম। বেশ কয়েকজনকে এক্সট্রা কোয়েশ্চেন করে নতুন করে প্রস্তুত হতে পাঠালাম। একজন ভয়ে ভয়ে জিজ্ঞেস করল
- আপনার মেজাজটা মনে হয় খুব ভালো নেই আজ, কঠিন কঠিন প্রশ্ন করছেন!
- ভালো থাকবে কী করে? বছর শুরু হতে না হতেই দু' দুবার আগুন লেগেছে বাসায়। এরপরও কী কারও মেজাজ ভালো থাকে?
চারিদিকে হয় হয় শব্দ। সবার চোখে বিস্ময়। আবারও সেই ছেলের প্রশ্ন
- প্রতিবেশীরা লাগিয়েছে নিশ্চয়ই! অনেক ক্ষতি হয়েছে?
- আরে না, প্রতিবেশীরা আগুন লাগবে কোন দুঃখে? বাসা বদলিয়ে নতুন বাসায় উঠেছি।
সাথে সাথে হাসির ঢেউ পরীক্ষার হল জুড়ে। যেন বিরাট এক পাথর নেমে গেছে ওদের বুক থেকে।
মস্কো, ১৪ জানুয়ারি ২০২০
No comments:
Post a Comment