Sunday, January 26, 2020

রাজনীতির ছিটেফোঁটা

আমাদের ছোটবেলায় ডাক্তার ছিল দুই ধরনের, হোমিওপ্যাথিক আর আলোপ্যাথিক। এখন অবশ্য হোমিওপ্যাথিক ডাক্তার দেখা যায়না বললেই চলে। হোমিওপ্যাথিক ডাক্তার তাঁর সমস্ত ঔষধ পত্র সাথে করেই ঘুরে বেড়াতেন। ছিল পাউডার আর ছোট ছোট পিল। ওগুলো প্রাণহীন। আর অনেক শিশি যেখানে বিভিন্ন লিকুইড। ওখান থেকে ফোঁটা ফোঁটা তরল বিভিন্ন রেশিওতে উনি এই পাউডার বা পিলে ফেলে তাতে প্রাণ সঞ্চার করতেন। এভাবেই  রেশিও অনুযায়ী তৈরি হয়ে যেত বিভিন্ন রোগ নিরাময়ের মহৌষধী। এ যেন বিভিন্ন রেশিওতে কোয়ার্ক মিশিয়ে বিভিন্ন মৌলিক কণা সৃষ্টি করা।

দেশের রাজনীতির অবস্থা দেখে আমার এই হোমিওপ্যাথিক ডাক্তারদের কথা মনে পড়ে। মনে হয় কোন এক ডাক্তার অনেক শিশি নিয়ে বসে আছেন যেখানে লেখা আছে পাক বিরোধ, পাক প্রেম, ভারত বিরোধ, ভারত প্রীতি, একাত্তরের চেতনা, মৌলবাদ, ধর্মীয় অনুভূতি, ইসলাম, হিন্দু, খৃষ্টান, বৌদ্ধ, ঘুস, দুর্নীতি, মিথ্যাচার, খুন, ধর্ষণ.........ঐ অদৃশ্য হোমিওপ্যাথিক ডাক্তার এসব বোতল থেকে ফোঁটা ফোঁটা রস পাউডার বা পিলের বদলে রাজনীতিবাজ আর জনগণের মাথায় ঢালছেন আর এভাবেই গড়ে ওঠছে দেশের রাজনৈতিক শ্রেনী যা আসলে মুলত এক, শুধুই ছিটেফোঁটার ব্যবধান। এটাই মনে হয় হোমিওপ্যাথিক ডাক্তারদের উধাও হওয়ার গোপন রহস্য।

দুবনা, ২৬ জানুয়ারি ২০২০


No comments:

Post a Comment