আপনার সব লেখাগুলো সেভ করে রাখবেন।
কেন?
ভবিষ্যতে কোন এক সময় এসব দিয়ে বই বের করতে পারবেন।
হুম, বই বের করার জন্য নিজেকে এত বিখ্যাত হতে হবে যে তখন এ বই প্রকাশ করা অর্থহীন হয়ে পড়বে।
কেন?
তখন মানুষ এ বই পড়বে লেখকের খ্যাতির কারণে, লেখার জন্য নয়। মানে বলতে পার পড়বে না, শুধু তাঁর কাছেও যে এই বই আছে সেটা বলার জন্য সে ওটা সংগ্রহে রাখবে। আর যে লেখা নিজে তার পাঠক তৈরি করতে পারে না, সেটা পুনরায় না ছাপানোই ভালো।
দুবনা, ৩১ জানুয়ারি ২০২০
No comments:
Post a Comment