Monday, January 13, 2020

মুক্তির বন্দীদশা

আমাদের সমস্যাটা কোথায় জানেন? আমরা সব সময় অন্যদের মুক্তির দাবী করি, কিন্তু নিজে মুক্ত হতে চাই না। এর চেয়েও বড় সমস্যা, আমরা অধিকাংশ মানুষই নিজেরা যে মুক্ত নই সেই সহজ সত্যটা বুঝি না। জেলের বাইরে থাকার মানেই মুক্তি নয়। কুসংস্কার আর আরাম আয়েশের  নাগপাশে বন্দী হয়ে কবে যে আমাদের চেতনা লোপ পেয়েছে সেটা বোঝার শক্তি আর আমাদের নেই। আমরা  বাড়ির হাতে বন্দী, আমরা গাড়ীর হাতে বন্দী, আমরা স্মার্টফোনের হাতে বন্দী, আমরা আমাদের লোভ লালসার কাছে বন্দী। তার চেয়েও বড় কথা আমরা আমাদের ভ্রান্ত বিশ্বাসের কাছে বন্দী। সময়ের সাথে সাথে যদি বিশ্বাসকে প্রশ্ন না করা হয় সেটাও একদিন অচল হতে বাধ্য। মুক্তমনা হতে হলে আগে মনকে খুলতে হয়, অন্যদের কথা শুনতে হয়। কিন্তু আমরা কি আজ কারও কথাই শুনছি? 

মস্কো, ১৩ জানুয়ারি ২০২০



No comments:

Post a Comment