বাংলাদেশের ইদানিং কালের সার্বিক অবস্থা দেখে মনে হয় কিছু দিনের মধ্যেই প্রগতিশীল রাজনীতিবিদরা নতুন দলীয় সঙ্গীত দিয়ে দিন শুরু করবে। দেশকে উদ্দেশ্য করে তারা গাইবে
আমার বলার কিছু ছিল না না গো
আমার করার কিছু ছিল না।
চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে
দুবনা, ৩০ এপ্রিল ২০২৫
Wednesday, April 30, 2025
Tuesday, April 29, 2025
মৃতের জীবন
মৃতেরও জাতি থাকে
থাকে ধর্ম থাকে দেশ
মৃত্যু নিয়ে রাজনীতি
জমে আজ উঠেছে বেশ
সন্ত্রাসীর দেশ থাকে
থাকে ধর্ম পরিচয়
কারোও কাছে ঘৃণিত সে
কারোও চোখে বীর হয়
এ অনেকটা নয় আর ছয়
তফাৎ শুধু দৃষ্টিকোণ
সত্য মিথ্যা শত্রু হলেও
প্রায়ই তারা যমজ বোন
পৃথিবী ভাই বড্ডো কঠিন
আরও কঠিন মানুষ মন
কালকে সেই তোমার শত্রু
আজ যে ছিল আপনজন
দুবনা, ২৯ এপ্রিল ২০২৫
Sunday, April 27, 2025
বিশ্বাসঘাতক
বাংলাদেশে নতুন প্রবণতা আরবের অনুকরণে রেলগাড়ি টাইপের নাম রাখা মানে নামের সাথে ছোট বড় অনেকগুলো বগি জুড়ে দেওয়া। সংবিধান নিয়ে আলী রিয়াজ বাংলাদেশের সাথে যে বিশ্বাসঘাতকতা ইতিমধ্যেই করেছে তাতে তার নাম পরিবর্তন করে
মীর জাফর আলী রিয়াজ রাখার সময় সমাগত। জাতীয় বিশ্বাসঘাতক তালিকায় তার নাম চির ভাস্বর হয়ে থাকবে।
মস্কো, ২৮ এপ্রিল ২০২৫
কালো
দেশে ফিরতে না পেরে না ফেরার দেশে চলে যাওয়া। একমাত্র বাংলাদেশই এমন অঘটন ঘটন পটিয়সী। কবির দেশ তার পাঠকের হৃদয় যে দেশে প্রবেশের জন্য ভিসা পাসপোর্ট লাগে না। কালো সূর্যের কালো জোৎস্নার কালো বন্যার কবি আলোয় ভাসবেন।
মস্কো, ২৭ এপ্রিল ২০২৫
Saturday, April 26, 2025
Idle imagination
A friend of mine, who is a well-known astrophysicist sent me
Exact quote by Sri Aurobindo:
''None can reach heaven
Who has not passed through hell''.
It proveked me to imagine
It seems heaven is surrounded by the hell. Or if heaven is a black hole hell is something like event horizon.
Now I am thinking if the second proposal happens to be correct how can one overcome the border security force and how long it may take to do so. The book says one may have to wait infinitely for the last judgement.
Moscow, 27 April 2025
Friday, April 25, 2025
অবাক কান্ড
যখন সবার মানুষ হওয়াটা সবচেয়ে বেশি জরুরি তখন আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খৃষ্টান ইহুদি বাংলাদেশী ভারতীয় পাকিস্তানী আরব ফিলিস্তিনি ইসরাইলী এসব হচ্ছি। এতে করে মনের ক্ষোভ হয়তো কমানো যায় কিন্তু সমস্যার সমাধান হয় না। অথচ আমরা সবাই সমাধানটাই খুঁজে বেড়াচ্ছি যুগের পর যুগ ধরে।
মস্কো, ২৬ এপ্রিল ২০২৫
Wednesday, April 23, 2025
অসুখ
শেখ হাসিনা বলেছিলেন তাঁর পিএসের কয়েক শ'কোটি টাকা উপার্জনের কথা। অন্যদের সীমাহীন দুর্নীতি করার সুযোগ দান সহ অন্যান্য অনেক ব্যাপারেই তাঁকে অভিযুক্ত করা হয়, স্বৈরাচারী বলা হয়। দেশকে এসব পাপ থেকে মুক্ত করার অঙ্গীকার নিয়ে বিপ্লবীরা ক্ষমতা দখল করে। এখন এদের পিএসরা শুনছি কোটি টাকার মালিক। সব দেখে মনে হয় শেখ হাসিনা ইতিমধ্যে একটি ভাইরাল রোগে পরিণত হয়েছেন আর নব্য উপদেষ্টা, সমন্বয়ক, তাদের আত্মীয় স্বজন ও সহযোগীরা হাসিনা রোগে আক্রান্ত হয়ে ছোট ছোট দুর্নীতিবাজ, স্বৈরাচারী, আয়না ঘরের মালিক এসব বনে যাচ্ছে।
দুবনা, ২৩ এপ্রিল ২০২৫
অন্ধত্ব
কেউ যখন নিজের মতবাদটিকেই শ্রেষ্ঠ মনে করে সেটা হয় ভিন্নমত পোষণকারীদের জন্য অশনি সংকেত। আর শ্রেষ্ঠত্বের দাবীদার যদি হয় মূর্খ, পৃথিবীর বৈচিত্র্য সম্পর্কে অজ্ঞাত তাহলে বিপদ এড়ানো প্রায় অসম্ভব। এরকম লোকের সংখ্যা যদি হয় অগণিত আর এদের ম্যানিপুলেট করার জন্য যদি থাকে কোন ধূর্ত রাজনৈতিক বা ধর্মীয় নেতা তাহলে তো সোনায় সোহাগা।
পৃথিবীর ইতিহাসে বার বার এমন ঘটনা ঘটেছে। সমাজে অবহেলিত কোন মানুষ হঠাৎ করেই পেয়ে গেছে আলাদীনের চেরাগ। কোন কিছু করতে হবে না শুধু অন্ধভাবে আমাকে অনুসরণ কর, তাহলেই বিশ্বের সব সম্পদ সব সুখ তোমার। যারা মানব সমাজকে বার বার ভুল পথে নিয়ে গেছে তাদের একজন ছিল হিটলার। বিভিন্ন ফাইনান্সিয়াল পিরামিডের নেতারাও এই একই পথের পথিক। ধর্মগুরুদের কথা আর নাই বা বললাম। এদের হাত ধরেই আসে কাশ্মীরের সন্ত্রাস। ধর্ম পরিচয়ে নিরীহ মানুষকে খুন করা আর যাই হোক জাতীয় মুক্তির আন্দোলন হতে পারে না।
দুবনা, ২৩ এপ্রিল ২০২৫
পৃথিবীর ইতিহাসে বার বার এমন ঘটনা ঘটেছে। সমাজে অবহেলিত কোন মানুষ হঠাৎ করেই পেয়ে গেছে আলাদীনের চেরাগ। কোন কিছু করতে হবে না শুধু অন্ধভাবে আমাকে অনুসরণ কর, তাহলেই বিশ্বের সব সম্পদ সব সুখ তোমার। যারা মানব সমাজকে বার বার ভুল পথে নিয়ে গেছে তাদের একজন ছিল হিটলার। বিভিন্ন ফাইনান্সিয়াল পিরামিডের নেতারাও এই একই পথের পথিক। ধর্মগুরুদের কথা আর নাই বা বললাম। এদের হাত ধরেই আসে কাশ্মীরের সন্ত্রাস। ধর্ম পরিচয়ে নিরীহ মানুষকে খুন করা আর যাই হোক জাতীয় মুক্তির আন্দোলন হতে পারে না।
দুবনা, ২৩ এপ্রিল ২০২৫
Sunday, April 20, 2025
চাওয়া পাওয়া
রামায়ণ মহাভারত এসব গ্রন্থে আমরা অনেক তাপসের কথা জানতে পাই যাদের তপস্যায় খুশি হয়ে স্বয়ং ভগবান পর্যন্ত চলে এসেছেন বর দানের জন্য। যারা শুধু জ্ঞানার্জনের জন্য তপস্যা করতেন তাদের তেমন কিছু চাইতে শুনিনি কিন্তু যারা তপস্যার দ্বারা অসীম শক্তি লাভ করতে চেয়েছেন যেমন রাবণ, কুম্ভকর্ণ, ইন্দ্রজিত তারা সেটা পেলেও বিপদের সময়ে রক্ষা পাননি। তাই আমরা কি চাই আর পেলে কতটুকু নিয়ে সন্তুষ্ট থাকি সেটা গুরুত্বপূর্ণ। বর্তমানে অনেকেই হয়তো দেশ ও জনগণের সেবা করার মহৎ উদ্দেশ্য নিয়ে রাজনীতিতে নামে, আন্দোলন করে। কিন্তু বিজয়ের পর বিপুল সম্পদ আর ক্ষমতার অবাধ (অপ)ব্যবহারের লোভ খুব কম লোকই সামলাতে পারে। ফলে এদের রাজনৈতিক জীবন, কখনও কখনও জীবন হয় সংক্ষিপ্ত। এরজন্য শুধু এরা নিজেরাই দায়ী নয়, দায়ী দীর্ঘ দিন ধরে বিদ্যমান রাজনৈতিক (অপ)সংস্কৃতি।
মস্কো, ২১ এপ্রিল ২০২৫
Friday, April 18, 2025
তেল
কিছু জিনিস জন্ম দাগের মত আমাদের সারাজীবন অনুসরণ করে। ফলে কিছু মানুষ আজীবন সরকারি দলেই থাকে তা সরকার যত ভিন্ন আদর্শের হোক না কেন। কে না জানে বর্তমান সরকারের অনেক সমন্বয়কের আওয়ামী অতীতের কথা। আবার এই নিয়তির তাড়া খেয়েই জন নিপীড়নে সব সরকার প্রায় একই পন্থা অবলম্বন করে। তাই কিছু মানুষ আজীবন বিরোধী দলেই থেকে যায়। এ যেন তেল আর জলের অবস্থা। প্রসঙ্গত - দেশে তেলের দাম বাড়লো। এটা অবশ্য জনবান্ধব কাজ। কোন সরকারই চায় না যে জনগণ তাদের তেল মারুক। কিন্তু নাছোড়বান্দা জনগণ তেল মারবেই। তাই তেলের দাম না বাড়িয়ে সরকারের কোন উপায় থাকে না।
দুবনা, ১৯ এপ্রিল ২০২৫
প্রশ্ন
একটা সময় ছিল যখন দু চার টাকার জন্যেও মানুষের কাছে হাত পাততে হত, মানে ধার চাইতে হত। তখন অনেকেই লাখ লাখ টাকার গল্প শোনাত। তাই অনেক সময় পাঁচ দশ টাকা ধার চেয়ে তাদের আর বিব্রত করতে মন চাইত না। আজকাল প্রায়ই সরকারের পক্ষ থেকে কোটি কোটি টাকা বিনিয়োগের গল্প শুনি, অন্যদিকে সাধারণ মানুষ বেতনের অল্প টাকা না পেয়ে নিদারুন কষ্টে দিন কাটায়। আচ্ছা এসব গল্প কি সাধারণ মানুষ যাতে তাদের সামান্য বেতন চাইতে লজ্জা পায় সেজন্যেই শোনানো হয়?
দুবনা, ১৮ এপ্রিল ২০২৫
Thursday, April 17, 2025
কুসংস্কার
সংস্কার আগে না নির্বাচন আগে দেশে এটা অনেকটা ডিম আগে না মুরগি আগে এই চিরন্তন বিতর্কের আকার ধারণ করেছে আর এই বিতর্ক জিইয়ে রেখে তত্ত্বাবধায়ক সরকার যতটা না দেশের তারচেয়ে বেশি নিজেদের ভবিষ্যতের তত্ত্বাবধান করে রাজনৈতিক পরিবেশ ঘোলাটে ও জনজীবন যারপরনাই অতিষ্ঠ করে তুলছে। অবশ্য আমাদের দেশের সরকারের কাজই এটা। কিন্তু দেশ যখন কুসংস্কারে ভরা তখন সংস্কার যে কুসংস্কার হবে না সেই গ্যারান্টি কোথায়? বিগত দীর্ঘ সময়ের সমস্ত সংস্কারই তো আমাদের আধুনিক যুগ থেকে মধ্য যুগে নিয়ে গেছে। আমার কেন যেন মনে হয় কুসংস্কারাচ্ছন্ন দেশে সংস্কার সংস্কার বলে যারা গলা ফাটাচ্ছে তারা আসলে জনগণকে নতুন পদ্ধতিতে ধোঁকা দিচ্ছে।
দুবনা, ১৭ এপ্রিল ২০২৫
Sunday, April 13, 2025
শুভ নববর্ষ
ব্রাহ্মণের পৈতা আর মোল্লার টুপির মতই শোভাযাত্রার মঙ্গল। মঙ্গল কেটে দিলে শোভাযাত্রার শোভা লোপ পায়, একে কেমন যেন সাতরঙা ব়্যালি ব়্যালি মনে হয়। যে আনন্দ মঙ্গল বয়ে আনে না সেটা আনন্দ নয়, হায়েনার হাসি। যারা মঙ্গলকে নানা অজুহাতে নির্বাসনে পাঠায় তাদের উপস্থিতিই দেশের জন্য সবচেয়ে অমঙ্গলের। অমঙ্গল বিদায় করে দেশ বাঁচানোর শ্লোগান হোক এবারের নববর্ষের প্রতিজ্ঞা। শুভ নববর্ষ। যারা নিজেদের বাঙালি মনে করে, যারা বাংলা ও বাঙালির সংস্কৃতিতে বিশ্বাস করে তাদের সবার মঙ্গল হোক!
মস্কো, ১৪ এপ্রিল ২০২৫
সমস্যা
আমাদের সবচেয়ে বড় সমস্যা হল সমাধান। প্রায় প্রতিটি সমস্যার একাধিক সমাধান থাকে। আর আমরা ঠিক সেই সমাধান গ্রহণ করি যা এই মুহূর্তে কষ্ট লাঘব করে কিন্তু অদূর ভবিষ্যতে যা বড় বিপদ ডেকে আনে। এই যে অদূরদর্শিতা - এটা আমাদের মজ্জাগত। ফলাফল - দেশ বারবার নতুন করে পুরানো জায়গায় ফিরে আসে আর জনগণের দুর্দশা চক্রবৃদ্ধি সুদের মত বাড়তে থাকে।
মস্কোর পথে, ১৩ এপ্রিল ২০২৫
Friday, April 11, 2025
আহা কি আনন্দ আকাশে বাতাসে
সমস্যা মনে হয় শব্দে নয়, সমস্যা উপলব্ধিতে। দেশের বিনীত সেবকদল মানে সরকার ইতিমধ্যেই বুঝে গেছে যে দেশ ও দশের মঙ্গল করা তাদের সামর্থ্যের বাইরে। তাই আত্মসমালচনায় দগ্ধ হয়ে মঙ্গল শোভাযাত্রার নাম বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা রেখেছে। নতুন বছরকে বরণ করা হবে, আনন্দ মিছিল হবে এতে ভুল নেই। মঙ্গলের গ্যারান্টি যখন দেয়া যাচ্ছে না তখন অন্তত যাতে কেউ মিথ্যাবাদী অপবাদ দিতে না পারে সেজন্য নাম পালটানো হল। আশা করি ভবিষ্যতেও তারা সামর্থ্য অনুযায়ী আশ্বাস দিয়ে জনগণকে বিভ্রান্ত করা থেকে বিরত থাকবে।
বিঃ দ্রঃ যতদূর জানি মঙ্গল শোভাযাত্রা ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি প্রাপ্ত। এই নাম পরিবর্তন কি এই শোভাযাত্রার স্বীকৃতি বা স্ট্যাটাসের ক্ষেত্রে কোন প্রভাব ফেলবে?
দুবনা, ১১ এপ্রিল ২০২৫
বিঃ দ্রঃ যতদূর জানি মঙ্গল শোভাযাত্রা ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি প্রাপ্ত। এই নাম পরিবর্তন কি এই শোভাযাত্রার স্বীকৃতি বা স্ট্যাটাসের ক্ষেত্রে কোন প্রভাব ফেলবে?
দুবনা, ১১ এপ্রিল ২০২৫
Thursday, April 10, 2025
অভিনয়
সরকার পরিবর্তন হলেই একটা নতুন বাংলাদেশের উদ্ভবের কথা শোনা যায়। বলা হয় সুযোগের নতুন দ্বার খুলে গেছে। কিন্তু বাস্তবতা হল সুযোগ আসে অল্প কিছু মানুষের জন্য আর অধিকাংশ মানুষ যে আঁধারে ছিল সেখানেই থেকে যায়। এরা শুধু বাহক, যাদের পিঠে চড়ে কিছু মানুষের ক্ষমতার ও ভাগ্যের রদবদল হয়। যতদিন পর্যন্ত না সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হচ্ছে ততদিন সরকার পরিবর্তন নিতান্তই রুটিন মাফিক কাজ। তারপরও সাংবিধানিক ভাবেই সরকার পরিবর্তন হওয়া দরকার, দরকার নির্বাচন। বছর বদলে মানুষের ভাগ্যের পরিবর্তন না হলেও পৃথিবীকে সূর্যের চারদিকে ঘুরতেই হবে। অন্যথায় পৃথিবীর অস্তিত্ব নিয়ে টানাটানি শুরু হবে। দেশও অনেকটা সেরকমই। তাকেও নিয়ম মেনে চলার অভিনয় করে যেতে হয়।
দুবনা, ১০ এপ্রিল ২০২৫
Wednesday, April 9, 2025
সমস্যা
মানুষের সমস্যা হল সে সবসময় সব কিছুতেই প্রতিপক্ষকে ছাড়িয়ে যেতে চায়। প্রতিপক্ষ বন্ধু হলে সে চায় ভালোবাসায় তাকে ছাড়িয়ে যেতে, শত্রু হলে ঘৃণায়। ফলে সে নিজেই নিজের প্রতিপক্ষ হয়। আমাদের রাজনীতিতে সুস্থ প্রতিযোগিতা নেই, আছে ঘৃণা। তাই প্রতিটি সরকার আগের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। কারণ তার ভেতরে উপচে পড়া ঘৃণা শুধু প্রতিপক্ষের নয়, জনগণের জীবনও বিশাক্ত করে তোলে। যে আমার সাথে নয় সে আমার শত্রু। এই স্লোগান সামনে রেখে নির্যাতন চলে লাখ লাখ সাধারণ মানুষের উপর যারা শুধুই দেশের পক্ষে থাকতে চায়, দেশের জন্য কথা বলতে চায়। অন্য সময়ের কথা বলতে পারব না তবে আমাদের সময়ে মনে হয় একমাত্র নেলসন ম্যান্ডেলা এই স্রোতের বিরুদ্ধে দাঁড়াতে পেরেছিলেন। ভালোবাসা আর ঘৃণা এক সাথে চলতে পারে না। খেলাধুলায় সময়সীমা থাকে তাই খেলার শেষে ফলাফল যাই হোক সবাই হাসিমুখে বিজয়ীকে অভিনন্দন জানাতে পারে, প্রতিদ্বন্দ্বিতা ভুলে বন্ধু হতে পারে। রাজনীতিতে দিন দিন সেটা অসম্ভব হয়ে যাচ্ছে। ফলে বাড়ছে মানুষের দুঃখ। এটা মনে হয় আজ বিশ্বের সর্বত্রই।
দুবনা, ০৯ এপ্রিল ২০২৫
দুবনা, ০৯ এপ্রিল ২০২৫
নেতা
খবরে প্রকাশ শুল্ক বানিজ্যে ইলন হারিয়েছেন ১৩৫ বিলিয়ন, দোলন ৫০০ মিলিয়ন। নিজের পায়ে কুড়াল মারা যে নেহাত প্রবাদ নয় সত্য সেটা আবারো প্রমাণিত হল। অথবা এটাকে বলা যায় সামনে থেকে নেতৃত্ব দেয়া হোক না সেটা বিপর্যয়। আমার কেন যেন মনে হয় প্রফেসরের কাছ থেকে কয়েকটি লেসন নিলে বিশ্বের এই বানিজ্য বিপর্যয়েও এরা নিজেদের ক্যাপিটাল বাড়াতে পারতেন।
দুবনা, ০৯ এপ্রিল ২০২৫
Sunday, April 6, 2025
কথা
হাসিনাকে ফেরানোর প্রস্তাবে মোদী নেতিবাচক প্রতিক্রিয়া দেখাননি - প্রেস সচিব। প্রশ্ন উঠতে পারে কোন ক্যাপাসিটিতে তিনি হাসিনাকে ফেরাবেন? অভিযুক্ত আসামি, প্রধানমন্ত্রী নাকি দেশের অন্যতম রাজনৈতিক নেতা হিসেবে। তখন যেন হতাশ হয়ে না বলতে হয় - এমন তো কথা ছিল না।
মস্কোর পথে, ০৬ এপ্রিল ২০২৫
Friday, April 4, 2025
তেঁতো কথা
কথায় আছে মানুষ অভ্যাসের দাস। বিগত পনের বছর না হলেও দশ বছর আওয়ামী লীগ ক্ষমতায় থেকেছে সেনাবাহিনী ও আমলাদের দয়ায়। এরা একে অন্যের সম্পূরক হিসেবে পরস্পরকে যথেচ্ছ ভাবে শাসন ও শোষণ করার হোল সেল লাইসেন্স দিয়েছে। এখন সেনাবাহিনী ও আমলারা সমর্থন তুলে নিলে ক্ষমতা থেকে বিতাড়িত আওয়ামী লীগ মোদি ও ট্রাম্পের প্রশস্ত পিঠে চড়ে ক্ষমতায় ফিরে আসতে চাইছে। ২০০৯ সালে বিপুল জনপ্রিয়তা পেয়ে যে দল ক্ষমতায় এসেছিল ও বিগত দশ বছরে স্বাধীনতা বিরোধী শক্তির সাথে আঁতাত করে যে দল ক্ষমতায় টিকে ছিল, ক্ষমতাচ্যুত হবার পরেও তারা যদি শত্রু মিত্র চিনতে না পারে এমন দলের প্রয়োজন বাংলাদেশের মানুষ কি আদৌ অনুভব করবে? মোদি ট্রাম্প - এদের উপর ভরসা নয়, নিজেদের ভুল স্বীকার করে জনগণের কাছে ফিরে গিয়েই কেবল আওয়ামী লীগ ক্ষমতায় ফিরতে পারবে। অন্য যেকোনো পথ তাকে চিরতরে মুছে দেবে বাংলাদেশের বুক থেকে যেমন দিয়েছে মুসলিম লীগকে।
দুবনা, ০৪ এপ্রিল ২০২৫
দুবনা, ০৪ এপ্রিল ২০২৫
Thursday, April 3, 2025
চকলেট বিলি
প্রেসিডেন্ট ট্রাম্প বিভিন্ন দেশের পণ্যের উপর বিভিন্ন পরিমাণ ট্যাক্স ধার্য করছেন আর দেশগুলো অবনত মস্তকে সেই আদেশ শিরোধার্য করে নিচ্ছে। এটা দেখে আমার মধ্যযুগীয় কোন সম্রাটের হারেমের দৃশ্য মনে পড়ছে। সূলতান তাঁর শত শত উপপত্নীকে জড়ো করে কাকে কতটুকু ভালোবাসেন বা কাকে কতটুকু শাস্তি দেবেন তা ঘোষণা করছেন আর উপপত্নীরা ভাবছে কিভাবে তাদের উপর আরোপিত এই শাস্তি কিছুটা হলেও লাঘব করা যায়। অথবা কেউ ভাবতে পারেন এটা আসলে বাচাদের মধ্যে চকোলেট বিলি করার উৎসব। কতই রঙ দেখি দুনিয়ায়!!!
দুবনা, ০৩ এপ্রিল ২০২৫
দুবনা, ০৩ এপ্রিল ২০২৫
Tuesday, April 1, 2025
মব
যদি কর্ম সংস্থান করতে না পার তবে বেকারত্ব দূর হবে না। মবের রাজনীতি বেকারত্ব দূর না করলেও বেকারদের ব্যস্ত রাখে। দেশের সবচেয়ে প্যাসনারী মানুষদের বিদ্রোহী শক্তি যা সরকারের অযোগ্যতার বিরুদ্ধে প্রতিবাদী হবার কথা ছিল তাকে প্রজাদের আরেক অংশের বিরুদ্ধে চালিত করার নামই মব রাজনীতি। এটা সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থনে সৃষ্ট ও পুষ্ট। বর্তমান বাংলাদেশে মব সরকারের শুধু চালিকাশক্তিই নয়, প্রাণ ভোমরাও।
দুবনা, ০১ এপ্রিল ২০২৫
Subscribe to:
Posts (Atom)