ছোটবেলায় খেলতে গিয়ে কারোও কোন কাজ পছন্দ না হলে আমরা তাকে নাককাটা করতাম। মানে বলতাম আমাদের সাথে কথা বললে নাক কাটা। সমাজে এটাকে বলে একঘরে করা। গতকাল ন্যাটোর আনন্দ মেলায় জেলেনস্কিকে একা দাঁড়িয়ে থাকতে দেখে সেটাই মনে হচ্ছিল। ব্রাহ্মণ ভোজসভায় শুদ্ররাজ - অনাহুত নয়, আবার প্রবেশাধিকারও নেই।
দুবনা, ১৩ জুলাই ২০২৩
No comments:
Post a Comment