Tuesday, July 25, 2023

ঐক্যের দ্বন্দ্ব

যেকোন ঐক্যের মধ্যেই সুপ্ত থাকে বিভেদের বীজ। এটা হয় মানুষের অন্তর্নিহিত চারিত্রিক বৈশিষ্টের কারণে। নিজেদের অস্তিত্ব রক্ষার জন্যই কিছু মানুষ একত্রিত হয়, গড়ে তোলে সংগঠন বা দল। অনেকের ঐক্য তাদের লক্ষ্য অর্জনে সাহায্য করে, তারা পৌঁছে সাফল্যের শিখরে। কিন্তু অনেককে ঐক্যবদ্ধ হয়ে চলার অন্যতম শর্ত একটা অবকাঠামো যেখানে বিভিন্ন লোক বিভিন্ন দায়িত্বে থাকে, থাকে দায়িত্বের প্রকার ভেদ, থাকে নিয়ম-কানুন মেনে চলার বাধ্যবাধকতা। সৃষ্টি হয় পদ। পদকে কেন্দ্র করে শুরু হয় প্রতিযোগিতা, বিভেদ। বিপরীতের ঐক্য ও দ্বন্দ্ব - এটাই অগ্রগতির চালিকা শক্তি। তবে ঐক্য যাতে দ্বন্দ্বের অবসান না ঘটায় কারণ তাতে আত্মসমালোচনা উধাও হয়ে আমাদের আত্মতুষ্টির আগুনে পুড়িয়ে মারে, সেটা যেমন নিশ্চিত করা দরকার, তেমনি প্রয়োজন দ্বন্দ্ব নিয়ন্ত্রণের মধ্যে রাখা, অন্যথায় সেটা ঐক্যের মৃত্যু ডেকে আনে।

দুবনা, ২৫ জুলাই ২০২৩

No comments:

Post a Comment