সমাজতন্ত্রের স্বপ্ন আর আমেরিকান ড্রীমের পার্থক্য হল প্রথমটি কিছু লোক দেখে অনেকের বা প্রায় সবার জন্য, অবহেলিত ও বঞ্চিত মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, পক্ষান্তরে দ্বিতীয়টি অনেকে দেখে নিজের জন্য, একান্তই নিজের ভাগ্য ফেরানোর জন্য, কেউ কেউ আবার শোষকের দলে যোগদান করার জন্য। দুটোই স্বপ্ন। পার্থক্য কে কোথায় দাঁড়িয়ে দেখছে। এই অবস্থানের উপর ভিত্তি করেই কত স্বপ্ন নয় ছয় হয়ে যায়।
দুবনা, ২৪ জুলাই ২০২৩
No comments:
Post a Comment