মার্ক্স ধর্মকে আফিম বলেছিলেন তাই অনেকেই ধর্মের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। আমার ধারণা বেঁচে থাকলে আজ তিনি ভোগবাদকে আফিম বলতেন, কেননা ভোগের নেশা প্রায়ই আমাদের কাণ্ডজ্ঞান লোপ করে। অথচ আমরা এর বিরুদ্ধে যুদ্ধ করি না, বরং ধার করে হলেও ভোগ করি। পিছে আরাম আয়েশ ত্যাগ করতে হয় এই ভয়ে আমাদের আসল লড়াই থেকে দূরে সরিয়ে রাখে। ধর্মকে আফিম বলার কারণ ধর্মের কথা বলে মানুষকে তার বাঁচার লড়াই থেকে সরিয়ে রাখা। ভোগের লোভ দেখিয়ে এই একই কাজ করা হচ্ছে না কি?
দুবনা, ২৭ জুলাই ২০২৩
No comments:
Post a Comment