সপ্তাহ খানেক বেশ মাথা গরমের (২২ - ২৪ ডইগ্রই) পর উনি ঠান্ডা হলেন। মেজাজ নামল ১৩-১৫ ডিগ্রিতে। অনেকের মত আমিও হাফ প্যান্ট ছেড়ে ফুল প্যান্ট পরলাম। নিজেকে বেশ লায়েক লায়েক মনে হল। সকালে বরাবরেই মতই অফিসে গেলাম। সন্ধ্যআয় যখন বাসায় ফিরছি দেখি প্যান্ট কিছুতেই কোমড়ে থাকতে চাইছে না। এই কয়েক ঘন্টায় প্যান্ট বড় হোল নাকি আমিই শুকিয়ে গেলাম সেই ধাঁধা সমাধান করতে করতে বাসার পথে হাঁটতে শুরু করলাম। আমি সাধারণত পকেটে হাত ঢুকিয়ে হাঁটি না। আজ করতে হল। অন্যেরা হয়তো ভাবলো আমি পকেটের সম্পদ রক্ষায় ব্যস্ত। আমি আসলে প্যান্টটাকে কোমড়ে রাখতে ব্যস্ত ছিলাম। বাসায় এসে অবশ্য বেল্ট দিয়ে দিয়েছি ওকে ফাঁসিতে ঝুলিয়ে। বুঝুক ঠ্যালা।
দুবনা, ১৩ জুলাই ২০২৩
No comments:
Post a Comment