গতকাল সারাদিন বৃষ্টি ছিল। তাই আর অফিস যাইনি। তবে ঘরে বসেই অনেক কাজ করলাম। আর অবিরাম বৃষ্টি পড়তে দেখে দিদির মাখানো সরিষার তেল আর কাঁচা মরিচ দিয়ে মুড়ি খেলাম। তবে সবচেয়ে মজার ব্যাপার হল না দিদি, না সরিষার তেল, না কাঁচা মরিচ, না মুড়ি কোনটাই উপস্থিত ছিল না। এ সবই জীবন থেকে নাই হয়ে গেছে। কিন্তু স্বপ্ন বা কল্পনা সব বেঁচে আছে, বেঁচে থাকে।
দুবনা, ১৪ জুলাই ২০২৩
No comments:
Post a Comment