অনেক সময় মনে হয় আমাদের সমস্যা আমাদের মূল্যবোধে। ভালো বলতে আমরা বুঝি বেস্ট সেলার কিন্তু বর্তমানে বেস্ট সেলার যতটা না নির্ভর করে বস্তুর কোয়ালিটির উপরে তার চেয়ে বেশি নির্ভর করে বিজ্ঞাপনের উপরে। আন্দ্রেই তারকভস্কি অস্কার পাননি কিন্তু তার প্রতিটি ছবি এক একটা ফেনোমেনন। অবশ্যই পুরস্কার কোন কিছু বিচারের একটা গুরুত্বপূর্ণ মাপকাঠি, কিন্তু একমাত্র মাপকাঠি নয়। তাই পুরস্কার পাওয়াই যদি শিল্পীর প্রধান লক্ষ্য হয় অনেক সময় তাতে কাজ তার আসল লক্ষ্য থেকে ভ্রুষ্ট হয়।
দুবনা, ১৭ জুলাই ২০২৩
No comments:
Post a Comment