Wednesday, July 12, 2023

নাম বিভ্রাট

কানা ছেলের নাম পদ্মলোচন - এ কথা আমরা সেই স্কুলেই পড়েছি। তবে সেটা ছিল একেবারেই একাডেমিক ব্যাপার - কেননা অমন যে হতে পারে সেটা আমরা কল্পনাও করতাম না আর এই বাক্যকে আসলে একটা বাগধারা ও বাকবিধির অংশ হিসেবেই নিতাম। তবে পৃথিবীটা আজব জায়গা। ফেসবুক অনেক অসম্ভব ঘটনপটিয়সী। গতকাল সুকেশ নামের একজনের সাথে এখানে দেখা। না না, কেশের দেখা পাইনি। তবে টাক ছিল দেখার মত। তবে কি বলব টাকু লোকের নাম সুকেশ?

দুবনা, ১২ জুলাই ২০২৩

No comments:

Post a Comment