একজন লিখল প্রায় ৭৫% আমেরিকান নাগরিক মোটা অংকের ঋণের বোঝা মাথায় নিয়ে স্বর্গ অভিমুখে যাত্রা করে। সে আরও লিখল, নাগরিক যদি পারে রাষ্ট্র আমেরিকা কেন পারবে না। ছোটবেলা থেকেই শুনেছি ঋণ রেখে মারা গেলে স্বর্গের দুয়ার বন্ধ হয়ে যায়। সেটা অবশ্য প্রথাগত ধর্ম অনুযায়ী। এখান থেকেই মনে হয় আমেরিকায় বিভিন্ন এক্সোটিক ধর্ম ভাবনার উৎপত্তি যেখানে এসব ফালতু আবেগের ও তথাকথিত ন্যায়নীতি বা মোরালের কোন বালাই নেই।
দুবনা, ০৯ জুলাই ২০২৩
No comments:
Post a Comment