Friday, July 21, 2023

প্রশ্ন

ফেসবুকে প্রায়ই শোনা যায় যে স্ত্রীরা যেভাবে মদ্যপ স্বামীদের ঘৃণা করে সেভাবে যদি ঘুষখোর স্বামীদের ঘৃণা করত তাহলে সমাজের চেহারা বদলে যেত। এ প্রসঙ্গে আমার অন্য একটা উদাহরণ মনে পড়ল। ৫০০ বছর আগে পশ্চিমারা ভাগ্যের সন্ধানে আমাদের দেশে আসত, এখন আমরা ওদের দেশে যাই ভাগ্যের অন্বেষণে। ওরা আমাদের শোষণ করে দেশকে নিঃস্ব করে নিজেদের উন্নত বিশ্বে পরিণত করেছে, আমরা ওদের ওখানে কাজ করে নিজেদের ব্যক্তিগত উন্নতির পাশাপাশি ওসব দেশের উন্নয়নে সাহায্য করছি। শুধু তাই নয়। ওরা বিভিন্ন সময়ে রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ প্রয়োগ করে এখনও আমাদের নব্য ঔপনিবেশিক শাসনের শিকলে বেঁধে রাখছে আর আমরা শুধু পরোক্ষ ভাবেই নয় অনেকে প্রত্যক্ষ ভাবে এতে সাহায্য করছি। অনেকে বরং আগ বাড়িয়ে ওদের নিয়ে আসছি বিচারক হিসেবে। এবং এটা করছে ঘরের বৌ নয়, রীতিমত শিক্ষিত, সচেতন ও বুদ্ধিমান মানুষেরা। কবে আমরা মানুষ হব?

দুবনা, ২১ জুলাই ২০২৩

No comments:

Post a Comment