Sunday, July 16, 2023

সততা

অনেক সৎ মানুষ আছেন যারা বিভিন্ন কারণে নিজের বিশ্বাস সম্পর্কে বলতে ভয় পান। কোন কোন আইডিয়াকে মনে প্রাণে বিশ্বাস করেও পাছে কোন ঝামেলায় পড়তে হয় বা অপছন্দের কারও পক্ষে কথাটা চলে যায় সেই ভেবে অনেকেই সেটা বলেন না। এই যে ভয়, এই যে দ্বিধা সেটা কি আমাদের সার্বিক ভাবে সৎ থাকতে দেয়? অনবরত নিজের বিশ্বাসের সাথে কম্প্রোমাইজ করে সার্বিক ভাবে সৎ থাকা তাই প্রায় অসম্ভব। সৎ থাকাটা শুধু ঘুষ না নেয়া বা চুরি ডাকাতি না করা নয়, সত্যের জন্য, ন্যায়ের জন্য কথা বলাও সততার অপরিহার্য শর্ত।

দুবনা, ১৬ জুলাই ২০২৩

No comments:

Post a Comment