Tuesday, January 10, 2023

ঈশ্বর

সোভিয়েত ইউনিয়নে প্রতিটি প্রতিষ্ঠানে একটা নোট বই থাকত যার নাম "অভিযোগ ও পরামর্শ বই"। এখানে সবাই সেই প্রতিষ্ঠানের কাজকর্ম সম্পর্কে তার অভিযোগ, অনুযোগ আর কিভাবে অবস্থার উন্নতি ঘটানো যায় সে ব্যাপারে বিভিন্ন প্রস্তাব রাখতে পারত। মানুষ যেভাবে ঈশ্বরের কাছে নিজের দুর্ভাগ্য সম্পর্কে অভিযোগ অনুযোগ করে আর তাঁর সাহায্য চায় তাতে মনে হয় ঈশ্বর সেই সোভিয়েত ইউনিয়নের "অভিযোগ ও পরামর্শ বই" অথবা "অভিযোগ ও পরামর্শ বই" ঈশ্বরের সমাজতান্ত্রিক রূপ বা অবতার।

দুবনা, ১১ জানুয়ারি ২০২৩

No comments:

Post a Comment