Tuesday, January 17, 2023

বিপ্লব

একটা রিপোর্টে দেখলাম লিবারেল আইনের আতিশয্যে অনেক সফল ও প্রতিষ্ঠিত মানুষ যারা মেধা ও ট্যাক্স দিয়ে সমাজের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন, তারা আজ ক্যালিফর্নিয়া ছেড়ে অন্যান্য স্টেটে চলে যাচ্ছে। খবরের সত্যতা যাচাই করার সামর্থ্য নেই। তবে এটা আমাকে পশ্চিম বাংলার কথা মনে করিয়ে দিল। সেখানকার মেধাবী ছেলেমেয়েরা স্থানীয় রাজনীতির কারণে ভারতের অন্যান্য প্রদেশে জীবনের মানে খোঁজে। শুধু তাই কেন সারা বিশ্বে সব সময়ই সফল মানুষ চায় সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা যাতে তারা শান্ত পরিবেশে নিজেদের মেধার বিকাশ ঘটাতে পারে। এক সময় তারা পালিয়েছে সর্বহারার একনায়কতন্ত্র থেকে, এখন এলজিবিটি বিএলএম একনায়কতন্ত্র থেকে। 

দুবনা, ১৮ জানুয়ারি ২০২৩


No comments:

Post a Comment