আমেরিকার পরে ব্রাজিলে পরাজিত প্রেসিডেন্ট প্রার্থীর সমর্থকরা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে হামলা চালালো। ন্যায় অন্যায়ের বিচার আদালত করবে। তবে এসব ঘটনা যে সংক্রামক তা বলাই বাহুল্য। নির্বাচন নিয়ে সব দেশে সব সময়ই পরাজিত পক্ষ অসন্তোষ প্রকাশ করে। এটা এক ধরণের রিচুয়াল। তাই এর পর থেকে দেশে দেশে যদি অসন্তুষ্ট জনতার স্বতঃস্ফূর্ত হামলা শুরু হয় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে তাহলে শেষ পর্যন্ত রাজনীতির কি দশা হয় সেটা ভাবার বিষয়। বিভিন্ন সূত্রে জানা যায় এসব আক্রমণ অনেক সময়ই বিজয়ী দলের অনুপ্রবেশকারীরা চালায় পরাজিত দলকে আরও কোণঠাসা করার জন্য। যদি সেটা সত্যি হয় তবে দেশে দেশে সমাজতন্ত্র না এলেও একদলীয় শাসন যে কায়েম হবে তাতে সন্দেহ নেই। তবে গণতন্ত্র যে এখনও জীবিত সেটা দেখানোর জন্য দুর্বল ও অনেক ক্ষেত্রে গৃহপালিত বিরোধী দল রাখা হবে। অন্তত সেই চেষ্টা করে যাবে ক্ষমতাসীনরা।
দুবনা, ১০ জানুয়ারি ২০২৩
No comments:
Post a Comment