Saturday, January 28, 2023

চাকরি

আমরা প্রতিদিন কাজে যাই, কাজ শেষে ঘরে ফিরি। যায় দূর দেশে - কেউ কাজ করতে, কেউ বেড়াতে। কেউ কিছু দিনের জন্য, কেউবা আজীবনের জন্য। কিন্তু প্রায় সবাই ঘরে ফেরার জন্য পথ চেয়ে বসে থাকে। অধিকাংশ মানুষকে তার শৈশব, শৈশবের আলো বাতাস, সেই মাটি, সেই ঘরবাড়ি ফিরে ফিরে ডাকে। যদি জন্ম যেসব অণু পরমাণু দিয়ে আমাদের শরীর তৈরি তাদের কাজে যাওয়া হিসেবে দেখা যায় মৃত্যুটা তাহলে নিঃসন্দেহে এই সব অণু পরমাণুর ঘরে ফেরা। যেহেতু বস্তুর বিনাশ নেই আছে শুধু অবস্থার পরিবর্তন - তাই জন্ম বা মৃত্যু সেই অবস্থার পরিবর্তন যেখানে মৃত্যু বস্তু থেকে শক্তির রূপ ধারণ করে। বদলীর চাকরিতে মৃত্যু তাই শেষ কথা নয়, পোস্টিং বদল মাত্র। 

দুবনা, ২৮ জানুয়ারি ২০২৩

No comments:

Post a Comment