রামায়নের ভাষ্য অনুযায়ী রাবণের ভাই কুম্ভকর্ণ ছিল ভীষণ শক্তিশালী। বিশাল তার বপু। এত বড় যে বিশাল বিশাল রাক্ষসরা তার হাঁটুর সমান। ব্রহ্মার বরে বছরে সে ছয় মাস ঘুমাতো আর একদিন জেগে উঠে প্রচুর খেত। সেই দিন সে ছিল অজয়ী, অবধ্য। তবে তাকে ছয় মাসের ঘুমের কালে কেউ জাগালে সে তাণ্ডব শুরু করত আর নিজেও মারা যেত। সব রূপকথায় নাকি সত্য থাকে, থাকে ইঙ্গিত।
দুবনা, ২১ জানুয়ারি ২০২৩
No comments:
Post a Comment