সেদিন এক পুরানো বন্ধুর সাথে দেখা। যা হয় নিজেদের খবরাখবর জানা শেষ হতে না হতেই শুরু হয় পুরানোদের খবরাখবর নেয়া।
ওর সাথে আপনার এখনও সম্পর্ক আছে?
হ্যাঁ আছে।
মেসেজ পাঠান? ফোন করেন?
না। ওসব করা হয়ে ওঠে না।
যোগাযোগ হয়?
না। যোগাযোগ হয় না।
তাহলে যে বললেন সম্পর্ক আছে?
সম্পর্ক না থাকাটাও এক ধরণের সম্পর্ক। তাই বললাম।
দুবনা, ১৮ জানুয়ারি ২০২৩
No comments:
Post a Comment