আজকাল এমনকি তালপাতারসেপাই পর্যন্ত ওজন কমাতে ব্যস্ত। এই ওজন কমানো অবশ্য একমুখী নয়। তারা শারীরিক ওজন কমিয়ে নিজেদের সামাজিক ওজন বাড়াতে চায় ওজনের নিত্যতার সূত্র কাজে লাগিয়ে।
আমাদের দেশে তো সব সময়ই ওজনে ঠকানোর চল ছিল। অনেকেই দুই নম্বরী বাটখারা ব্যবহার করতো লোক ঠকাতে? এসব বাটখারা দিয়ে নিজেদের ওজন মাপলে তো ওজন বেশি দেখাবেই।
তবে ভয়ের কিছু নেই। উঁচু পাহাড়ে বা বিল্ডিং-এ বাস করলে ওজনও কমবে আবার প্রাকৃতিক সৌন্দর্যও উপভোগ করা যাবে। রথ দেখা আর কলা বেচা দুটোই হবে।
দুবনা, ৩১ জানুয়ারি ২০২৩
No comments:
Post a Comment