Monday, January 9, 2023

শীতের আঠা

গত শনিবার ক্রিস্তিনাকে গাড়িতে উঠিয়ে দিয়ে গেলাম ভোলগার তীরে হাঁটতে। দেখি ঘন নীল আকাশের বুকে পূর্ণিমার চাঁদ ঝুলছে ঝলসানো রুটির মত। কী করা? সাথে সাথে বাসায় ফিরে গেলাম ক্যামেরা আনার জন্য। আমি লাইভ ভিউ ব্যবহার করি না। তাপমাত্রা মাইনাস ৩০ কাছাকাছি। এক সময় নাক আটকে গেল ক্যামেরার বডির সাথে। ভাগ্যিস রক্ত বেরোয়নি। মনে পড়ল এক বন্ধু ছাওনায় বসে ছাত্রজীবনের গল্প বলেছিল। ও বলল স্কুলে পড়ার সময় ওরা এরকম ঠান্ডায় নীচের ক্লাসের কাউকে বলত যদি জিহ্বা দিয়ে তুলে নিতে পারে তবে পাঁচ কোপেক তার হবে। সোভিয়েত আমলে পাঁচ কোপেক দিয়ে অনেক কিছুই করা যেত। ঠান্ডায় পয়সা জিহ্বায় আটকে যেত। আর এ জন্য পাইওনিয়ার সংগঠনের কাছ থেকে সতর্ক বার্তা পেতে হত। শুধু প্রেমই নয় শীতও অনুকূল (আমাদের জন্য প্রতিকূল) পরিবেশে কাঁঠালের আঠা হয়ে যায়। 

দুবনা, ০৯ জানুয়ারি ২০২৩

No comments:

Post a Comment