আমাদের সমাজে ডাক্তাররা সবসময়ই রিসিভিং এন্ডে থাকে। এর ভালো দিক সে সবসময়ই ফি পায়। তবে কথাটা সেখানে নয়। চিকিৎসা হল দলীয় খেলা। যদি ডাক্তার রোগী সবাই মিলে এক দলে না খেলে তাহলে জয়ের সম্ভাবনা কম। কিন্তু প্রায়ই এরা পরস্পরবিরোধী অবস্থান নেয় আর সেটা হয় রোগীর পক্ষ থেকে। রোগ না সারলে ডাক্তারের ভুল। ব্যাপারটা এই যেন রোগীর কোন ভূমিক ছিল না, কোন ভূমিকা নেই। রোগী নিতান্তই দর্শক। এটা অনেকটা ড্রাইভারের মত। দুর্ঘটনা ঘটলেই ড্রাইভার দোষী - বাই ডিফল্ট। এমনকি কেউ এসে চাকার নীচে ঝাঁপিয়ে পড়লেও সে দায় ড্রাইভারের। সমাজে এই মানসিকতা যখন ডোমিনেট করে তখন চিকিৎসক হওয়া বড় রিস্কি।
দুবনা, ২১ জানুয়ারি ২০২৩
No comments:
Post a Comment