Thursday, January 26, 2023

কালো টাকা

টাকা কিন্তু জানে না যে সে সৎ উপায়ে নাকি অসৎ উপায়ে উপার্জিত। কীভাবে সে উপার্জিত তাতে টাকার কোন হাত নেই, থাকতে পারে না এমনকি যদি তার সত্যি সত্যি দু' খানা হাত থাকতও। তাহলে মানুষের সততা বা অসততার উপর নির্ভর করে টাকা কেন কালো বা সাদা হবে? এটা কি টাকার প্রতি অবিচার নয়? কালো টাকার জীবনও গুরুত্বপূর্ণ।

দুবনা, ২৭ জানুয়ারি ২০২৩

No comments:

Post a Comment