Thursday, January 19, 2023

নিরামিষ

অনেকেই নিরামিষ খাবার নিয়ে স্ট্যাটাস দিচ্ছে, কমেন্ট করছে।‌ ভাবলাম আমিই বা কম কিসে। চটপট একটা নিরামিষ খাবার তৈরি করে ফেললাম। না, আমি বেগুন পোড়া বা এই জাতীয় কোন সবজির ধার ধারিনি। স্রেফ টমেটো, শসা আর বাঁধাকপি নিয়ে বানিয়ে ফেললাম। সাথে একটু লবন, লেবু, জলপাই তেল। কেউ কেউ একে সালাদ নামে ডাকে। তবে তাতে এর নিরামিষত্বের হানি হয় বলে কেউ দাবি করতে পারবে না।

দুবনা, ২০ জানুয়ারি ২০২৩

No comments:

Post a Comment