আমেরিকার রাষ্ট্রীয় ঋণ প্রায় সাড়ে ৩১ ট্রিলিয়ন ডলার। এর মানে সে দেশের প্রতিটি মানুষের মাথাপিছু ঋণ প্রায় এক লাখ ডলারের মত। আমরা যারা ভাগ্যের সন্ধানে আমেরিকায় পাড়ি জমাই তারা কি এই ঋণ সম্পর্কে সচেতন, মানে নাগরিকত্ব গ্রহণের সাথে সাথে আমরাও যে ঋণের অংশীদার সেটা কি আমরা জানি বা ভাবি? নাকি ভাবি শক্তি যেহেতু আছে এই ঋণ শোধ না করলেও চলবে? জাস্ট কিউরিওসিটি। কারণ মানুষ সাধারণত সৌভাগ্যের ভাগ নিতে চায় আর দুর্ভাগ্য এড়িয়ে যেতে চায়। মানে আমরা শুধু নিজের স্বার্থের কথা ভেবেই আমেরিকা বা উন্নত দেশে পাড়ি জমাই সেই দেশ বা সমাজের প্রতি কোন রকম দায়িত্ব বোধ না করেই। সবাই না হলেও অন্তত বেশির ভাগ সেটাই করি।
দুবনা, ২২ জানুয়ারি ২০২৩
No comments:
Post a Comment