Saturday, January 28, 2023

স্বাধীনতা

অবস্থা এমন দাঁড়িয়েছে যে কারো কোন নিকটাত্মীয় যদি ইউরোপ, আমেরিকা বা নিদেনপক্ষে মালয়েশিয়া বা আরব দেশে না থাকে তাহলে সে নিজেকে বাংলাদেশী বলে পরিচয় দিতে কুন্ঠা বোধ করে। মন যখন উপনিবেশের ক্যান্সার দ্বারা আক্রান্ত মাটি থেকে মালিক তাড়িয়ে কি তখন স্বাধীন হওয়া যায়? নিজের অতীতকে, নিজের সংস্কৃতিকে অস্বীকার করে দেশ বা জাতি গড়তে গেলে সেটা হয় শেকড় বিহীন, সেটা হয় পূর্বের মালিকদের আধুনিক উপনিবেশ যেখান থেকে তারা রাজনৈতিক ও অর্থনৈতিক সুবিধার আদায়ের পাশাপাশি মেধা শোষণ করে।

দুবনা, ২৯ জানুয়ারি ২০২৩

No comments:

Post a Comment