Saturday, January 28, 2023

অজ্ঞাত অজ্ঞতা

কিছু কিছু বিষয়ে নিজের আদিগন্ত বিস্তৃত অজ্ঞতা দেখে নিজেকে কেমন যেন গাধা গাধা মনে হয়। যদিও আমি জানি না এসব জানার আমার আদৌ কোন দরকার আছে কি না বা এসব জানলে আমার বা কারো কোন উপকার হত কিনা। মনে হয় এটা এক ধরণের ইনফেরিওরিটি কমপ্লেক্স বা হীনমন্যতা - অন্যেরা জানে অথচ আমি জানি না - সেটা কি কোন কথা হল? আমার সেই অজ্ঞতা ধরা পরে ফেসবুকের বুকে। সেখানে কত মানুষ কত জনকে নিয়ে লিখছে। বিশেষ করে কেউ পুরস্কৃত হলেন অথবা কেউ এই পাপে ভরা পৃথিবীর মায়া কাটিয়ে অন্তহীন এই মহাবিশ্বের দূরবর্তী কোন অজানা ঠিকানার উদ্দেশ্যে যাত্রা করলে। এদের সবাই নিজ নিজ ক্ষেত্রে একেক জন দিকপাল। কেউ কবি, কেউ সাহিত্যিক, কেউ সাংবাদিক, কেউ বিজ্ঞানী, কেউ শিক্ষক - এক কথায় সবাই নামী দামী ও জনপ্রিয় ব্যক্তিত্ব। কিন্তু কোন এক অজ্ঞাত কারণে আমি আগে এদের নাম শুনিনি। এটা কি জ্ঞানার্জনের প্রতি অনীহা নাকি আমার কূপমন্ডুকতা? 

দুবনা, ২৮ জানুয়ারি ২০২৩

No comments:

Post a Comment