বেলজিয়াম প্যাট্রিস লুমুম্বার ধ্বংসাবশেষ ফিরিয়ে দিয়েছে কঙ্গোকে। সেটা কি? দাঁত। সোনার দাঁত। হ্যাঁ, যাতে সাম্রাজ্যবাদ বিরোধী এই যোদ্ধার সমাধি তীর্থস্থানে পরিণত না হয় সেজন্য তার মৃতদেহ এসিডে দ্রবীভূত করা হয়। অবশিষ্ট ছিল সোনার দাঁত। মানবতা বলে কথা। আজকাল অবশ্য এসিড ব্যবহার করে অযথা পয়সা খরচ করা হয় না। মৃতদেহ সমুদ্রে নিক্ষেপ করা হয়। এই না হলে সভ্যতা! গণতন্ত্র, মানবতা এসব উচ্চ মার্গের আইডিয়ার জন্য ত্যাগ স্বীকার করতে হয়। দুঃখের বিষয় এই যে ত্যাগ স্বীকার করতে হয় সাধারণ মানুষকে আর যাদের আদেশে এসব হয় তারা সব সময়ই বিচারের ঊর্ধ্বে, আসমানের বাসিন্দা।
দুবনা, ১৩ জানুয়ারি ২০২৩
No comments:
Post a Comment