Friday, January 6, 2023

বিরোধ

সরকারের জনবিরোধী কর্মকাণ্ডের বিরোধিতা করা যেকোন দলের তো বটেই বিশেষ করে বাম দলের নৈতিক দায়িত্ব। তবে রাজনীতির মাঠে অনেক খেলোয়াড় আর সবাই সরকারের পতন চায়। তাই কোন দল নিজে যদি ছাগলের তিন নম্বর বাচ্চা হয় মানে খুবই দুর্বল হয় তবে তাকে ব্যবহার করে যে ক্ষমতায় আসবে সে আরও বেশি জনবিরোধী কি না, আরও বেশি স্বৈরাচারী কি নাই সেটা হিসেবে রাখতে হবে। কেননা সবকিছুই আপেক্ষিক। আপদ ও বিপদের চরিত্র ও গুণগত পার্থক্য আছে। অর্থাৎ বিরোধিতা অন্ধ হলে সেটাও মৌলবাদ। আর যেকোন মৌলবাদ আজ হোক কাল হোক বিপদ ডেকে আনতে বাধ্য।

দুবনা, ০৭ জানুয়ারি ২০২৩

No comments:

Post a Comment