Wednesday, December 28, 2022

ফেস না বুক?

আজকাল ফেসবুকের প্রতি পদে পদে দোয়া আর আশির্বাদের ছড়াছড়ি। একদল এসব চাইছে। আরেক দল অকাতরে বিলিয়ে বেড়াচ্ছে। এসব দেখে প্রায়ই বুঝে উঠতে পারি না এ কোথায় আমি- এয়ারপোর্টে বা আশির দশকের গুলিস্থানে ভিখিরিদের মাঝে নাকি কোন মন্দির মসজিদ গির্জা প্যাগোডা বা সিনেগগে সাধু সন্তদের ভিড়ে। ফেসবুক ছিল মুখের বই, আমাদের অতি আগ্রহে হয়ে যাচ্ছে মুখের হৃদয় বা মন।

দুবনা, ২৯ ডিসেম্বর ২০২২

Tuesday, December 27, 2022

ছবি

ঢাকা ভার্সিটির একটা ছবি ভাইরাল হয়েছে। সবার প্রশ্ন এরা কারা? সুন্দর প্রশ্ন। বছর বিশেক পরে এরা "হু ওয়াজ হু" মানে কোনটা কে এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে নিজেদের মধ্যে মারামারি করবে। সাধে কি সক্রেটিস বলেছেন নিজেকে চিনতে? 

দুবনা, ২৮ ডিসেম্বর ২০২২

মানুষ

নারদ মুনি ছিলেন স্বর্গবাসী, স্বর্গের সভাকবি। আবার তিনি ঝগড়াটে বলেও বহুল পরিচিত। পরস্পরবিরোধী বিভিন্ন দোষ গুনে যে মানুষ সে সব বিষয়ে সঠিক হবে সেটা ভাবা তাই ভুল। নেতা হোক আর গুরু হোক কেউ ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়। তাই তাদের আদেশ, উপদেশ পালনের আগে প্রশ্ন করুন, ভাবুন আপনার জন্য সেটা কতটুকু প্রযোজ্য। 

দুবনা, ২৭ ডিসেম্বর ২০২২


Monday, December 26, 2022

নাম পরিবর্তন

আওয়ামী লীগ যে ভাবে পুলিশ দিয়ে বিরোধী দলের মিছিল মিটিং এ হামলা চালায় তাতে তাদের নাম বদলিয়ে আওয়ামী পুলিশ লীগ রাখাটাই যুক্তিযুক্ত বলে মনে হয়।

দুবনার পথে, ২৬ ডিসেম্বর ২০২২

Sunday, December 25, 2022

অনিশ্চিত নিশ্চয়তা

ধর্ম গ্রন্থ কোন বিষয়ে যেখানে শেষ কথা বলে বিজ্ঞান সেখানে প্রশ্ন করে শুরু করে নতুন পথ যাত্রা। যারা নিশ্চয়তা খোঁজে তারা তাই যায় ধর্মের বা বিশ্বাসের পথে। বিজ্ঞানের পথে তারাই যায় যারা অনিশ্চিয়তা পছন্দ করে, যারা নিজেদের মত করে জীবন গড়তে চায়, জীবন উপভোগ করতে চায় আর রিস্ক নিতে চায়। এটা ভালো বা মন্দ কিছু নয়। এটা মাইন্ড সেট। মানুষ যেমন চিন্তা ভাবনার ক্ষেত্রে হিউম্যানিটারিয়ান বা এনালিটিক্যাল হয়, সে তেমনি করেই বিশ্বাস প্রবণ বা সন্দেহ প্রবণ হয়। 

মস্কো, ২৬ ডিসেম্বর ২০২২


হিস্যা

আমাদের সময় গ্রামাঞ্চলে বার্থ সার্টিফিকেটের বালাই ছিল না। ফলে আমার জন্ম ২৫ ডিসেম্বর হলেও খাতাকলমে ০২ জানুয়ারি। মনিকা ঠিক বুঝতে পারল না এটা কিভাবে সম্ভব। আমি বললাম সমস্যা হবে নরকের দারোয়ানদের। অফিসিয়াল ডকুমেন্টে আমার যখন ৬০, বাস্তবে হবে ৫৯ বছর ৭ দিন। তাহলে আমার আয়ু কোন হিসেবে হবে? আর যদি ভুল করে আমাকে অফিসিয়াল ডকুমেন্ট দেখে মেরে ফেলে আর আমি যদি মামলা করি তাহলে কি আমাকে পৃথিবীতে ফেরত পাঠাবে নাকি নরকের গেটে হাজতে রাখবে? ভগবান হওয়া এত সহজ নয়। বিশেষ করে স্কুলের মাস্টারমশাইরা যখন ছাত্রদের জন্মদিন ভুলভাল লেখে।

মস্কো, ২৫ ডিসেম্বর ২০২২

জীবন

অধিকাংশ মানুষই নিজেকে যত আধুনিকই মনে করুক না কেন, বিজ্ঞান ও প্রযুক্তির যত সুবিধা ভোগ করুক না কেন দিনের শেষে সে কমবেশি ধার্মিক। কারণ সে সম্ভাবনায় আস্থা না রেখে নিজের সাফল্য বা ব্যর্থতায় অন্ধভাবে বিশ্বাস করে। প্রায় প্রতিটি বিষয়ে নিজের মতামতকে একমাত্র সত্য বলে মনে করে। অথচ সে যদি অন্যের ভাবনাটা সঠিক হতে পারে সেই সম্ভাবনার সুযোগ দিত তাহলে অনেক কিছুই সহজ হয়ে যেত। এটা করার জন্য কোয়ান্টাম তত্ত্বকে জীবন ধারণার অবিচ্ছেদ্য অংশ করে নিতে হয় কিন্তু মানুষ নিজেকে ক্ল্যাসিকাল ঘরানার অংশ ভাবতেই বেশি পছন্দ করে। শুধু কি তাই? অধিকাংশ মানুষ তাদের জীবন পূর্ব নির্ধারিত বলে বিশ্বাস করে।

মস্কো, ২৫ ডিসেম্বর ২০২২

Friday, December 23, 2022

সালাফি গণতন্ত্র

এক সময় আমরা সৌদি আরব কর্তৃক দেশে দেশে জঙ্গি ইসলাম রপ্তানির কথা বলতাম। এর নিন্দা করতাম। এখন আমেরিকা দেশে দেশে জঙ্গি গণতন্ত্র রপ্তানি করছে। জঙ্গি উপায়ে, মানে মিসাইলে করে আর রপ্তানি করছে জঙ্গি গণতন্ত্র। কারণ এদের কাছে অন্য মতামতের কোন মূল্য নেই - এরা মৌলবাদী গণতন্ত্রী। সৌদি আরবে সালাফিজমের জন্ম উনিশ শতকে। গণতন্ত্রের আমেরিকান ভার্সন জন্ম নিয়েছে গত শতকে। সালাফি গণতন্ত্র।

দুবনা, ২৩ ডিসেম্বর ২০২২

Thursday, December 22, 2022

গণতন্ত্র

স্তালিন নাকি বলেছিলেন
- আমি এতদিন মনে করতাম গণতন্ত্র হচ্ছে জনগণের ক্ষমতা, কিন্তু কমরেড রুজভেল্ট আমাকে বুঝিয়ে বললেন যে গণতন্ত্র হচ্ছে আমেরিকান জনগণের ক্ষমতা। 
বর্তমানে অবশ্য অনেক জল গড়িয়ে গেছে মিসিসিপি নদী দিয়ে। এখন গণতন্ত্র হচ্ছে ডেমোক্রেটিক পার্টির ক্ষমতা। 

দুবনা, ২২ ডিসেম্বর ২০২২

Wednesday, December 21, 2022

শিক্ষা

ছোটবেলার একটা ধাঁধা ছিল এরকম

খালি পেটে কয়টা রুটি খেতে পারবি?
তিনটে।
হল না। 
কেন?
একটাও খেতে পারবি না।
সে আবার কী কথা?
কারণ একবার রুটিতে কামড় দিলেই পেট আর খালি থাকবে না।

সব দেখে মনে হয় আমাদের শিক্ষাও অনেকটা এরকম। দু লাইন লিখতে বা পড়তে শিখলেই আমরা শিক্ষিত।

দুবনা, ২১ ডিসেম্বর ২০২২

Tuesday, December 20, 2022

ছবি

ফেসবুকে একটা ছবি দেখলাম। আর্জেন্টিনা আর ফ্রান্সের মধ্যে বিশ্বকাপ ফাইনাল খেলা শুরুর আধঘন্টা আগেই নাকি ধর্মীয় বয়ানের মাঠ ছেড়ে মানুষ চলে গেছে টিভিতে খেলা দেখবে বলে। যদি ঘটনা সত্য হয় তবে এটা আবারও প্রমাণ করে যে মানুষ ধর্মের চেয়েও ফুটবল বা অন্য অনেক কিছুকে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করে। এটা ধর্মীয় উন্মাদনা থেকে মানুষকে মুক্ত করার জন্য কিছুটা হলেও দিক নির্দেশনা দিতে পারে। মানুষকে খেলাধুলা করার জন্য উৎসাহিত করুন, শরীর চর্চার জন্য সুযোগ তৈরি করে দিন। গ্রামে গঞ্জে যাত্রা, নাটক, বিভিন্ন মেলা ফিরিয়ে আনুন। যতদূর জানি এসব জায়গা থেকে কেউ দল বেঁধে কারো বাড়িঘর আক্রমণ করতে যায়নি। খেলাধুলা আর সংস্কৃতি চর্চার ব্যবস্থা করুন। তাতে শরীর ও মন দুটোই উন্নত হবে, উন্মাদনা কমবে।


দুবনা, ২০ ডিসেম্বর ২০২২ 

বাজার

ইউরোপিয়ান ইউনিয়ন এখন রাশিয়ার গ্যাসের সর্বোচ্চ মূল্য নির্ধারণ করতে চাইছে। অনেকের বিশ্বাস এতে হিতে বিপরীত হতে পারে। কিন্তু আসল প্রশ্ন হচ্ছে যে পুঁজিবাদ শত বছরের প্রচেষ্টায় মার্কেট ইকনমি গড়ে তুলেছে আর মুক্ত বাজারকে মনে করে পুঁজিবাদী অর্থনীতির চালিকাশক্তি তারা আজ নিজেরাই সেই বিশ্বাস, সেই আদর্শ, সেই মূল্যবোধের ভিত্তিতে আঘাত হানছে। সোভিয়েত ইউনিয়ন ভেঙেছিল ভেতর থেকে। পুঁজিবাদ কি সেই পথেই হাঁটছে? তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে?

দুবনা, ২০ ডিসেম্বর ২০২২

Sunday, December 18, 2022

মেসি এমবেপে সমাচার

এমবেপে বলে মেসি
হবে তুমি প্রিয় মাসি
দাও না নিয়ে যেতে
এ বিশ্বকাপ।
মেসি বলে শোন তবে
এমবেপে বাপ
বাচ্চা তুমি সামনে পাবে
অনেক বিশ্বকাপ

মস্কো, ১৮ ডিসেম্বর ২০২২

বাজি

অনেকের মত আমিও বাজি ধরেছিলাম - সাডেন ডেথে খেলা গড়াবে আর ১১ জন খেলোয়াড় শ্যুট করেও মীমাংসা করতে পারবে না। বাজি ছিল নিজের ডান পকেটের সাথে বাম পকেটের। খেলা শেষে দেখি মানি ব্যাগ জ্যাকেটের পকেটে আর জ্যাকেট হ্যাঙ্গারে ফাঁসিতে ঝুলছে। খেলার মীমাংসা হল তাই বাজি অমীমাংসিত রয়ে গেল অনির্দিষ্টকালের জন্য।

মস্কো, ১৮ ডিসেম্বর ২০২২

ভিভা ফুটবল

আজই প্রথম মন দিয়ে ফুটবল দেখলাম এবারের বিশ্বকাপে। শেষ ৩০ মিনিট। যে দলই জিতুক তার জন্য খুশি আর পরাজিত দলের জন্য কষ্ট। আসলে দুদলেরই ভালো খেলা উপভোগ করেছি। অভিনন্দন আর্জেন্টিনা, অভিনন্দন ফ্রান্স। শত বিতর্ককে দূরে ঠেলে বিশ্বকাপকে স্মরণীয় করে রাখার জন্য ফুটবলকে ধন্যবাদ। 

মস্কো, ১৮ ডিসেম্বর ২০২২

পড়া

অনেক দিন বই পড়া হয়না। মাস খানেক তো হবেই। এরকম আগে কখনো হয়েছে বলে মনে করতে পারছি না। আমি সাধারণত কিছুক্ষণের জন্য হলেও প্রতিদিন বই পড়ি। মানে গল্পের বই। দূরপাল্লার রাস্তায়, এখন মূলতঃ দুবনা মস্কো দুবনা, কারো জন্য অপেক্ষা করার সময় আর রাতে ঘুমানোর আগে। তবে ইদানিং এসব সময়ে পড়ছি হয় পদার্থবিজ্ঞান না হয় যুদ্ধ পরিস্থিতির উপর বিভিন্ন আর্টিকেল। যুদ্ধ কি জীবনের প্রায়োরিটি বদলে দিচ্ছে? কারণ পদার্থবিজ্ঞানের উপর পড়াশোনা এটা আমার দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ আর গল্প, উপন্যাস এটা নিজেকে মানসিক ভাবে চাঙ্গা রাখতে, মনের শান্তির জন্য। যুদ্ধের উপর পড়া এটা মনে হয় মানসিক অস্থিতিশীলতা, যুদ্ধের কারণে মনে যে হাজারো প্রশ্ন জাগছে তার উত্তর খোঁজা।

দুবনা, ১৮ ডিসেম্বর ২০২২

গতি

শহীদ বুদ্ধিজীবী দিবস আর বিজয় দিবসে অনেকেই বলেন একাত্তরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের আমরা হারিয়েছি। এতে অত্যুক্তি কিছু নেই। তবে একই সাথে এই আশা জেগে ওঠে যারা শহীদদের এভাবে সম্মান করতে পারে তারা নিশ্চয়ই আপ্রাণ চেষ্টা করবে নিজেদের যোগ্য উত্তরসূরী হিসেবে গড়ে তুলতে। কিন্তু দেশের বর্তমান আর্থ-সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি দেখে মনে হয় কথাগুলো তারা শুধু বলেন না, বিশ্বাস করেন আর বিশ্বাস করেন যে তাদের পক্ষে ঐ উচ্চতায় ওঠা কোন ভাবেই সম্ভব নয়। মানে একাত্তর শুরু নয়, এটা ছিল বাঙালি জাতির শীর্ষ বিন্দু যেখান থেকে আর উপরে ওঠা যাবে না, এবার শুধু নামার পালা। অর্থনীতি জাতির জীবনে খুবই গুরুত্বপূর্ণ তবে জাতীয় বৈশিষ্ট্য নয়। যা কিছু জাতীয় বৈশিষ্ট্য মানে ভাষা, সাহিত্য, সংস্কৃতি - এসব বিচারে আমরা আজ সত্যিকার অর্থেই নিম্নগামী।


দুবনা, ১৮ ডিসেম্বর ২০২২ 




Friday, December 16, 2022

জিজ্ঞাসা

"শোন রে মানুষ ভাই
সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই।"
জাতি, ধর্ম, বর্ণে বিভক্ত উপমহাদেশে এই মহান বাণী পালিত না হলেও নিষিদ্ধ ছিল না কখনোই। বিএলএম জ্বরে আক্রান্ত আমেরিকায় এই বাণী কি এখন সর্বত্র নির্দ্বিধায় উচ্চারিত হয়? 

দুবনার পথে, ১৬ ডিসেম্বর ২০২২


Thursday, December 15, 2022

ক্ষমতা

"ক্ষমতা মানুষকে নষ্ট করে আর চরম ক্ষমতা মানুষকে চরম ভাবে নষ্ট করে" জন আকটনের এই বাক্য আমরা সাধারণত মানুষের ক্ষেত্রেই প্রয়োগ করি। কিন্তু যখন সেই চরম ক্ষমতার অধিকারী হয় কোন রাষ্ট্র - তখন? আজ বিশ্বের এই চরম দুর্গতির পেছনে রয়েছে একটা রাষ্ট্রের চরম ক্ষমতা। একজন মানুষের যখন প্রচুর টাকা পয়সা ধন দৌলত থাকে সে ইচ্ছে করলে অন্যকে ছোট না করেও সেটা জাহির করতে পারে তার বাড়ি গাড়ি পোশাক পরিচ্ছদের মধ্য দিয়ে, কিন্তু ক্ষমতার প্রকাশ করা যায় শুধুমাত্র অন্যের অধিকার খর্ব করে। ক্ষমতার বৈশিষ্ট্যই এই - অন্যকে ছোট করা, অন্যের উপর ছড়ি ঘোরানো। তাই ক্ষমতার চর্চা সব সময়ই অসন্তোষের জন্ম দেয় আর চরম ক্ষমতা জন্ম দেয় চরম অসন্তোষের। আর এটাই অনিবার্য করে তোলে সংঘাত।


দুবনা, ১৫ ডিসেম্বর ২০২২ 




Wednesday, December 14, 2022

প্রশ্ন

স্বাধীনতা খুবই দামি একটি জিনিস যাকে পাওয়া যায় অনেক প্রাণের বিনিময়ে, তবে যে সে প্রাণ হলে চলবে না, মহা-প্রাণ হতে হবে। ১৯৭১ এর ১৪ ডিসেম্বর সেই শেষ ঋণ শোধ করেছিলেন এদেশের সূর্য সন্তানেরা। আমরা কি আজ সেই ঋণ শোধ করছি? ঋণখেলাপি করছি না তো?

দুবনা, ১৪ ডিসেম্বর ২০২২

Monday, December 12, 2022

ক্ষমতা

ক্ষমতা ক্ষমতাই। তার একটা আলাদা শক্তি, আলাদা চার্ম আছে। আর এটা আছে বলেই সে অধিকাংশ মানুষকে বশীভূত করতে পারে। তাই যত ছোটই হোক কোন পদ যদি কাউকে একজন মানুষের উপর ছড়ি ঘোরাতে দেয় সেটাকে সে আকড়ে ধরে। পরিবারে এটা হর হামেশাই দেখা যায়। এ থেকেই জন্ম নেয় কমিটি সর্বস্ব সংগঠন। এ থেকেই যে কোন পদে আজীবন বসে থাকার স্পৃহা। 

দুবনা, ১৩ ডিসেম্বর ২০২২

Saturday, December 10, 2022

প্রশ্ন

বাংলা অঞ্চলে বিভিন্ন সময়ে বিখ্যাত শাসকের অভাব ছিল না। শশাঙ্ক, ধর্মপাল, বল্লাল সেন, আলাউদ্দিন হোসেন শাহ, ঈসা খাঁ, কেদার রায়, শায়েস্তা খান, আলিবর্দী খান.....। সে তুলনায় সিরাজ-উদ-দৌলার শাসন কালের সময়সীমা একেবারেই নগন্য আর শাসক হিসেবে তাঁর তেমন কোন কীর্তি নেই বললেই চলে শুধু মাত্র মীর জাফরের বিশ্বাসঘাতকতায় ইংরেজদের কাছে রাজ্য খোয়ানো ছাড়া। পরাজয়ই কি সিরাজের জনপ্রিয়তার একমাত্র কারণ? এটাই কি জীবনে মালা না পেয়ে মরণে ফুল পাওয়া?

দুবনা,১০ ডিসেম্বর ২০২২

Thursday, December 8, 2022

আত্মঘাতী গোল

পশ্চিমা বিশ্ব রাশিয়ার উপর নবম প্যাকেট স্যাঙ্কশন আরোপ করতে যাচ্ছে। কিন্তু বাস্তবতা বলে এতে করে পশ্চিমা বিশ্ব নিজের উপরই স্যাঙ্কশন আরোপ করছে। এটা অনেকটা বাচ্চাদের বাবা মাকে কষ্ট দেবার জন্য অনশন ধর্মঘট পালন করার মত। আত্মঘাতী গোল খাবারও একটা মাত্রা আছে। ইউরোপ এখন স্যাঙ্কশনের ঘোরে মাতাল।


দুবনা, ০৮ ডিসেম্বর ২০২২ 

Monday, December 5, 2022

ইচ্ছা

কখনও কখনও কিছু কিছু মানুষকে গাধা বলে গালি দিতে প্রচন্ড ইচ্ছে করে। পরে বুঝি সেটা করলে গাধাকে অপমান করা হবে আর একটা গালির অপব্যবহার করা হবে। তাহলে কী নামে এদের ডাকা যায়? মানুষ নামে। কারণ একমাত্র মানুষের পক্ষেই এ ধরণের গাধামী করা সম্ভব।

দুবনা, ০৬ ডিসেম্বর ২০২২


মৌলবাদ

আগাছা সমূলে উৎপাটন করতে হয়। উপর থেকে কাটলে সাময়িক স্বস্তি মেলে কিন্তু আগাছা নতুন করে গজায়। 

মৌলবাদ হল অন্যের মতামতকে, অন্যের জীবন দর্শনকে গ্রহন না করা। যদি কেউ মাথা তুলে দাঁড়ানোর সাহস দেখায় তাকে ধ্বংস করা। ইরান দুর্বল দেশ। তাকে মৌলবাদী বলার জন্য সাহসের দরকার নেই কিন্তু আমেরিকাকে মৌলবাদী বলা যাবে না এমনকি তার গণতান্ত্রিক মিসাইলের চুম্বনে যদি হিজাবী বা হিজাব বিহীন হাজার হাজার মানুষ মারাও যায়। কারণ আমাদের ভালমন্দ, আমাদের টিকে থাকা অনেকটাই নির্ভর করে আমেরিকার প্রসন্ন দৃষ্টির উপর।

চুনোপুঁটিদের মুন্ডু চান ভালো কথা তবে সেই সাথে রাঘব বোয়ালরা নিপাত যাক বলতে ভুলবেন না। নাহলে প্রতিবাদটা সাম্রাজ্যবাদের পৃষ্ঠপোষকতায় হচ্ছে বলে মানুষ ভুল বুঝতে পারে।

দুবনার পথে, ০৫ ডিসেম্বর ২০২২

Saturday, December 3, 2022

গণতন্ত্র

গ্রামে একটা কথা ছিল - ঘোমটা দিতে গিয়ে পেছন উদলা (উলঙ্গ)। 
খবরে ব্রিটেনের একটা প্রোগ্রামের কিছুটা দেখালো। যদি সত্য হয় তবে ব্রিটেনে অনেক মহিলা সংসার চালানোর জন্য সেক্স ইন্ডাস্ট্রির শরণাপন্ন হচ্ছে। আর এই দারিদ্র্যের প্রধান কারণ রাশিয়াকে যুদ্ধে নামানো আর তার বিরুদ্ধে প্রায় ১৩ হাজার স্যাঙ্কশন। গণতন্ত্রের জন্য নারীর অধিকার বা সাধারণ মানুষের বেঁচে থাকার অধিকার যদি বলি দিতে হয় তাতে কি কারো কিছু আসে যায়? ঘোমটা বলে কথা। হায়রে গণতন্ত্র!

দুবনা, ০৪ ডিসেম্বর ২০২২

Friday, December 2, 2022

মানুষ

আদম আর হাওয়া আপেল খেয়ে স্বর্গ থেকে বিতাড়িত হবার সাহস দেখিয়েছিলেন। ইউরোপের রাজনৈতিক নেতাদের সাহস নেই আমেরিকার বিরুদ্ধে প্রতিবাদ করার। ছোট হয়ে যাচ্ছে মানুষ তার লোভের কাছে নাকি আমেরিকার প্রেসিডেন্ট আজ ঈশ্বরের চেয়েও শক্তিশালী?

দুবনা, ০২ ডিসেম্বর ২০২২

Thursday, December 1, 2022

গোল

গোল নিয়ে গোলমাল বেঁধে গেল গোল
সব দোষ বলটার ও নিজেই গোল।

দুবনা, ০১ ডিসেম্বর ২০২২