Monday, February 28, 2022

খবর

দাদা, যুদ্ধের খবর কী?
কী আর খবর! বেঁচে বর্তে আছে। এমনকি দিন দিন গায়ে গতরে বাড়ছে। 
না, মানে শেষ হবে কবে?
কি যে বল। ওতো ভালো করে পৃথিবীর মুখই দেখল না এর মধ্যেই শেষ হলে কেমনে চলে। এযে শিশু হত্যা।
আমি কিন্তু সিরিয়াস।
আমিও সিরিয়াস। বলে না "আসা আপন ইচ্ছায় আর যাওয়া পরের ইচ্ছায়"। তার উপর এবার ও এসেছে পরের ইচ্ছায়। 
কোন আশা নেই?
আছে। তবে যত দ্রুত আমরা চাইছি তত দ্রুত নয় আবার যত বিলম্বে ওরা চাইছে তত দেরিতেও নয়। 

দুবনার পথে, ২৮ ফেব্রুয়ারি ২০২২

ক্লাস

ক্লাসে ছাত্ররা প্রশ্ন না করলে পড়িয়ে মজা পাওয়া যায় না। আজ বিরক্ত হয়ে বললাম এরপর থেকে রাস্তার ওপারে ক্লাস নেব। অনেকক্ষণ পরে ওদের মাথায় ঢুকলো আমি কী বলতে চাইছি। রাস্তার ওপারে সমাধি ক্ষেত্র। ক্লাস যখন চুপ হয়ে যায় তখন তা কবরের কথাই মনে করিয়ে দেয়।

মস্কো, ২৮ ফেব্রুয়ারি ২০২২

Sunday, February 27, 2022

মুক্তমনা

মুক্তমনা মানে বিজ্ঞান মনস্ক হওয়া, প্রশ্ন করা, সন্দেহ করা। প্রশ্ন বা সন্দেহ করা শুধু অন্যকে বা প্রতিষ্ঠিত ধারণাকেই নয়, নিজেকেও। আমরা অনেকেই আজ নিজেকে প্রশ্ন করতে, নিজের বিশ্বাসকে সন্দেহ করতে হয় ভুলে গেছি নয়তো ভয় পাই। অর্থাৎ আমরা নিজেরাই নিজেদের ঘিরে এক ধরণের ডগমা তৈরি করে চলেছি। এরপরেও কি আমরা নিজেদের মুক্তমনা বলে দাবি করতে পারি?

মস্কো, ২৮ ফেব্রুয়ারি ২০২২

নজির

প্রায়ই বলতে শুনি যে পুতিন বহুদিন ক্ষমতায় বা তিনি এই প্রেসিডেন্ট তো এই প্রাইম মিনিস্টার। এটা ভালো না মন্দ সেটা রুশ জনগনের দেখার বিষয়। রাশিয়ার সংবিধান যে আমেরিকার সংবিধানের মত হতে হবে তার কোন মানে নেই তাই ওটা মনে হয় আলোচনার বিষয় নয়। তবে নেহরু, মের্কেল এরা কতদিন ক্ষমতায় ছিলেন তা নিয়ে কি প্রশ্ন ছিল? বঙ্গবন্ধু কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট দুই ছিলেন। উল্লেখ্য যে ফ্রাঙ্কলিন রুজভেল্ট চার বার আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন। যেকোন বিষয়ে কথা বলতে হলে ম্যাক্সিমাম নিরপেক্ষতা বজায় রাখা দরকার আর সেজন্যে অন্যান্য নজিরগুলো মাথায় রাখা দরকার। তা না হলে এসব কথা খেলো হয়ে যায়। 

মস্কো, ২৮ ফেব্রুয়ারি ২০২২

মস্কো

১৮ জানুয়ারির পর আজ প্রথমবারের মত মস্কো এলাম। মেট্রোতে কেউ পড়ছে, কেউ স্মার্টফোন নিয়ে বসে আছে, কারো মুখে কোন রকমের দুশ্চিন্তার চিহৃ মাত্র নেই। রাস্তাঘাটেও একই চিত্র। ক্যাফে, বারে লোকজন অন্য সময়ের মতই। যদি না জানতাম, এদের দেখে বুঝতেই পারতাম না যে দেশ একটা যুদ্ধে জড়িয়ে পড়েছে।

মস্কো, ২৭ ফেব্রুয়ারি ২০২২

স্যাংশন

স্যাংশন হল সংসারে ঝগড়ার পর চুল্লিতে হাঁড়ি না ওঠানো আর পরিণামে সবারই রাতের খাবার না খেয়ে ঘুমিয়ে পড়া। এটা আসলে দুর্বলের নিরুপায় আক্রোশ গ্রামের লোকেরা যাকে বলে - বিলাইর (বিড়ালের) রাগ বেড়ার সাথে। 

মস্কোর পথে, ২৭ ফেব্রুয়ারি ২০২২

আলামত

যুদ্ধ শুরুর আগে থেকেই লভভে দূতাবাস স্থানান্তর কিসের আলামত? এটা কি লভভকে ইউক্রাইনের এক অংশের রাজধানী করার ইঙ্গিত বহন করে? 

দুবনা, ২৭ ফেব্রুয়ারি ২০২২

ব্লুপ্রিন্ট

সোভিয়েত ইউনিয়নকে হঠাতে আমেরিকা তালিবান আর আল কায়েদা সৃষ্টি করেছিল। ইউক্রাইনে আজোভ আর বিভিন্ন জাতীয়তাবাদী শক্তি। এখন সাধারণ মানুষের হাতে অস্ত্র তুলে দেওয়া হচ্ছে। এদেশে এত বেশি দল যে তাতে যেন সবার বিরুদ্ধে সবার যুদ্ধ শুরু না হয়। এই নিয়ন্ত্রণ বিহীন পরিস্থিতি আবারও প্রমাণ করে যে ইউক্রাইনকে গণতান্ত্রিক দেশ হিসেবে গড়া নয়, একে ধ্বংস করার নীল নকশা নিয়েই নেমেছিল পশ্চিমা বন্ধুরা।

দুবনা, ২৭ ফেব্রুয়ারি ২০২২



Saturday, February 26, 2022

আবাল

স্বীকার করি আর নাই করি দীর্ঘ দিন ভিন্ন রাজনৈতিক বাস্তবতায় বসবাস করে ও বড় হয়ে সমাজতান্ত্রিক ব্লকের দেশগুলোর জনগণ ও নেতৃত্ব রাজনৈতিক ভাবে অনেকটাই ইমম্যাচিউর্ড। যারা সোভিয়েত আধিপত্য থেকে বেরিয়ে স্বাধীন হতে চেয়েছিল তারাই স্বেচ্ছায় আমেরিকার জালে নিজেরাই ধরা দিল। পুঁজিবাদ অন্যের উন্নয়নে কিছু করে না যদি না তাতে নিজে লাভবান হয়। আমার ধারণা যদি পোল্যান্ড আর বাল্টিকের দেশগুলো অতিমাত্রায় রুশ বিরোধী না হত তাহলে রাশিয়া এ রকম ন্যাটো বিরোধী হত না। এসব দেশের ভূমিকা ইউরোপকে শক্তিশালী করেনি, উল্টো অস্থিতিশীল করেছে। আর এটা ব্যহত করেছে ইউরোপের উন্নতি। 

দুবনা, ২৬ ফেব্রুয়ারি ২০২২

Friday, February 25, 2022

যুদ্ধের প্যাঁচাল

১৯৯১ সাল। এপ্রিল মাস। এক সন্ধ্যায় বসে আছি বিমলের ঘরে। ওখানে আরও দুজন ইয়ারমেট। ওদের সাথে দেখা অনেক দিন পরে। গল্পগুজব করছি। হঠাৎ ওদের একজন বলল -

এই যে তোরা এক সময় ব্যবসা করতি না সেটা ভুল করেছিলি।
ভুলের কি আছে? আমি তো এখানে পড়তে এসেছি। ব্যবসা করব কেন?
কিন্তু যারা ব্যবসা করত তোরা তাদের নিন্দা করতি।
হ্যাঁ, সেটা করতাম। এটা মনে হয় আমাদের ভুল। পরের চরকায় তেল দেবার অধিকার ছিল না আমাদের।
তাহলে স্বীকার করিস যে ব্যবসা না করে ভুলে করেছিস।
না। আমি মনে করি না যে সেটা ভুল ছিল। অন্তত আমার ক্ষেত্রে। অন্যদের কথা জানি না।
না, তুই বল যে এটা তোর ভুল ছিল।
বা রে, যা ছিল না, তা বলব কেন?

ঘটনাটা ঘটেছিল যখন আমরা বন্ধুরা বা বলা চলে ইয়ারমেটরা মিলে কনিয়াক খাচ্ছিলাম আর অপেক্ষা করছিলাম বিমল কখন মুরগী নিয়ে আসে রান্না ঘর থেকে।

হঠাৎ একটা ঘুসি এলো আমার মুখ লক্ষ্য করে। ঘাড়টা সরাতে পারায় তেমন লাগেনি। তবে সেটা ছিল প্রচণ্ড অনভিপ্রেত। এর মধ্যে বিমল এসে ওকে শান্ত করছে, আমাকে বলছে বসতে। আমি কিছু না বলে ঘর থেকে বেরিয়ে যাই। এরপর ঐ ছেলের সাথে কোন দিন দেখা হয়নি।

সে সময় আমার অনেক বন্ধু ছিল, কিন্তু কাউকে কিছু বলিনি। তবে এসব ঘটনা চাপা পড়ে না। কয়েকদিন পরে আমার কয়েকজন বন্ধু এলো আমার কাছে।

এত বড় একটা ঘটনা ঘটল আর আপনি কিছুই বললেন না। আপনি চাইলে আমরা এক্ষুনি গিয়ে ওকে শিক্ষা দিয়ে আসব।
প্রথমত ঘটনা তেমন বড় কিছু না। সব কিছুর পরেও ও আমার ইয়ারমেট। তোমরা কেন ভাবলে যে আমি ওকে তোমাদের হাতে মার খাওয়াবো? তাছাড়া আমার যদি যথেষ্ট শক্তি বা ইচ্ছা থাকত আমি নিজেই তো কিছু করতাম। এরপর কি আমি সব সময় তোমাদের সাথে নিয়ে ঘুরব যাতে ও একা পেয়ে আমাকে কিছু বলতে না পারে। তাছাড়া আমার অন্য দুই ইয়ারমেট কিন্তু আমাদের শান্ত করে ঘরে ফিরিয়ে দিয়েছে।

আমি একজন সাধারণ মানুষ হয়ে সেই ২৭ বছর বয়সেই জানতাম অন্যের শক্তির উপর ভরসা করে মারামারি করতে যেতে নেই। মা বলতেন - "পুথিগত বিদ্যা আর পর হস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন"

পূর্ব ইউরোপের বেশ কিছু দেশের নেতার আমেরিকার বলে বলীয়ান হয়ে অতিরিক্ত হাত পা নাড়ানো দেখে আমার সেদিনের কথাটা মনে পড়ে গেল। এটাই মনে হয় যুদ্ধের পজিটিভ দিক, কিছু কিছু ভুলে যাওয়া স্মৃতি গর্ত থেকে বেরিয়ে আসে।

দুবনা, ২৫ ফেব্রুয়ারি ২০২২

Thursday, February 24, 2022

স্বাধীনতা

দেশে কেউ রুমাল গিফ্ট করলে এক পয়সা হলেও দিতে হয়। না দিলে নাকি ঝগড়া লাগে। রুশ দেশে কুকুর বিড়াল বিনে পয়সায় কেউ নেয় না, প্রতীকি হলেও কিছু একটা দেয়। না হলে কুকুর বিড়াল নাকি মরে যায়। মূল্য দিয়ে স্বাধীনতা অর্জন না করলেও মনে হয় সেটা টেকে না, লটারিতে পাওয়া টাকার মত কিছু দিনের মধ্যেই উড়ে যায়। 

দুবনা, ২৫ ফেব্রুয়ারি ২০২২

Wednesday, February 23, 2022

কেন?

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ভারতের অবদানের কথা বলতে গিয়ে শরনার্থীদের আশ্রয় দান, মুক্তি যোদ্ধাদের প্রশিক্ষণ, আন্তর্জাতিক জনমত গঠন, সরাসরি যুদ্ধে অংশগ্রহণ এসব নিয়ে কথা বললেও আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় প্রায়ই ভুলে যাই - তা হল ভারতের ভৌগলিক অবস্থান। শুধু মাত্র তার অবস্থান দিয়েই ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অর্ধেক সফল করেছে। পাকিস্তানের দুই অংশের মধ্যে কমন বর্ডার থাকলে স্বাধীনতা আদৌ আসত কিনা সন্দেহ। বেলুচিস্তান পারেনি। যারা বলেন কেন দনবাসে রুশ সৈন্য দরকার তারা বিষয়টি ভেবে দেখতে পারেন। 

দুবনা, ২৪ ফেব্রুয়ারি ২০২২

রাজনীতি

শিকারের জন্য শিকারীরা প্রায়ই প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর ব্যবহার করে। এদের কাজ শিকারকে ক্লান্ত করে খোলা মাঠে বের করা যাতে শিকারি গুলি করে তাকে হত্যা করতে পারে। পুরষ্কার হিসেবে কুকুর পায় মাংস আর শিকার ওঠে শিকারীর ঘরে ট্রফি হিসেবে। এই শিকারে মাঝেমধ্যে দু'চারটা কুকুর মারা গেলেও শিকারীরা সব সময়ই নিরাপদ দূরত্বে থাকে।

দুবনা, ২৪ ফেব্রুয়ারি ২০২২

Tuesday, February 22, 2022

নাগরিক

শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ - এখানে শহীদ আরবি, মিনার ফার্সি আর পুষ্প সংস্কৃত শব্দ এমন পোস্ট প্রায়ই চোখে পড়ে। কিন্তু সত্যটা হল এ সবই বাংলা শব্দ যাদের বুৎপত্তি বিদেশি। একজন বাঙালি যখন আমেরিকার নাগরিক হন তিনি বাঙালিই থেকে যান, তবে আমেরিকান বাঙালি এবং যেকোন আমেরিকান নাগরিকের মতই সাংবিধানিক সুযোগ সুবিধা ভোগ করেন। একজন আমেরিকান বাঙালি ততটাই আমেরিকান যতটা বাংলা বাংলা ভাষার নাগরিকত্ব পাওয়া বিদেশি শব্দ। 

দুবনা, ২৩ ফেব্রুয়ারি ২০২২

মিশন

সমস্যা হল এনট্রপির মত যা সময়ের সাথে শুধু বাড়ে। আমরা যখন কোন সমস্যা সমাধান করি তখন আসলে নতুন পরিস্থিতিতে আর এক গাদা নতুন সমস্যার সম্মুখীন হই। তবে এতে ভয়ের কিছু নেই। কেননা জীবনটাই সমস্যা আর তার সমাধানের প্রচেষ্টা। জীবন তো শুধু বেঁচে থাকা নয়, জীবন একটা মিশন।

দুবনা, ২৩ ফেব্রুয়ারি ২০২২

সমস্যা

১৯৭১ সালে বাঙ্গালিরা অপেক্ষায় ছিল কখন ভারত যুদ্ধে নামবে। তারা আশায় ছিল, পাকিস্তানিরা ও তাদের মিত্ররা দুরাশায়। গত ৮ বছর দনবাস চেয়েছে ইউক্রাইনের মধ্যে অটোনমি যেখানে তারা মাতৃভাষায় লেখাপড়া করতে পারবে, অফিসিয়াল কাজকর্ম করতে পারবে। আসলে ১৯৫২ থেকে কেউ হয়তো শিক্ষা নেয়নি, আর তাই বার বার ভাষার উপর আক্রমণ নেমে এসেছে। রাশিয়ার স্বীকৃতির মধ্য দিয়ে তাদের অপেক্ষার শেষ হল, তাদের ভাষায় দীর্ঘ আট বছর যুদ্ধ শেষে শান্তি এল। সত্যিই কি তাই? বাংলাদেশে শান্তি এসেছিল, সাময়িক। এখানে কি আসবে? নাকি এটা হবে বড় যুদ্ধের প্রথম সোপান। আমরা সব সময় মানবতার কথা বলি - কিন্তু নিজদের স্বার্থে মানবতাকে বার বার বলি দিই। মানবতা বাধ্য ছেলে, সে প্রতিবাদ করে না, করতে জানে না আর তাই প্রয়োজনে, অপ্রয়োজনে সব সময়ই তাকে বলি দেওয়া যায়। গত আট বছরে এই দুটো দেশ কোন সন্ত্রাসবাদী কাজ করেনি, শুধুই চেয়েছে নিজেদের মত করে শান্তিতে বাঁচতে, কাজ করতে। পশ্চিমা দেশগুলো চাইলে কিয়েভকে বাধ্য করাতে পারত মন্দের ভাল হিসেবে মিনস্ক চুক্তির শর্তগুলো পালন করাতে। যুদ্ধ হয়তো লাগবে না, তবে যুদ্ধের প্রোপ্যাগান্ডায় ইউক্রাইনের অর্থনীতিতে ধ্বস নেমেছে। রাশিয়ার উপর নেমে আসবে বিভিন্ন এম্বারগো। এখানেও মানুষ কষ্টের মধ্য দিয়ে যাবে। তবে অধিকাংশ মানুষই মনে করে যে অমানবিক অবস্থার মধ্যে বাস করছে দনবাসের লোকজন - এটা তাদের নৈতিক দায়িত্ব ছিল। এরা ইউক্রাইনের জনগণকে শত্রু মনে করে না। এরা তাদের ঘনিষ্ঠ আত্মীয় বলেই ভাবে। খুব কম পরিবারই আছে যাদের সঙ্গে ইউক্রাইনীয়দের পারিবারিক সম্পর্ক নেই। আসলে বর্তমান অবস্থায় এই ক্রাইসিস অবসান করার কোন পথ ছিল বলে মনে হয় না, এক্ষেত্রে কোন পক্ষ থেকে এক বলিষ্ঠ পদক্ষেপ নেবার দরকার ছিল। রাশিয়া নিল। তবে এটা সমস্যার সমাধান বলে মনে হচ্ছে না। সমস্যাটা অন্য পর্যায়ে নিয়ে যাওয়া। তারপর? দেখা যাক!

দুবনা, ২২ ফেব্রুয়ারি ২০২২





Monday, February 21, 2022

একুশ

আধুনিক বিজ্ঞানে কার্য ও কারণ পরস্পর সম্পর্কিত,। যাই ঘটুক তার পেছনে কারণ থাকে। কারণ ভুলে গেলে লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয়। অথচ আমরা বারবার সেটাই করি। ধর্মে বিশ্বাসীরা সৃষ্টিকর্তায় বিশ্বাস করে তাঁর নামে নির্দ্বিধায় সেই সৃষ্টি ধ্বংস করতে পারে, হাজার হাজার মানুষকে অভুক্ত রেখে ঈশ্বরের জন্য কোটি কোটি টাকা খরচ করতে পারে। আবার আমরাও পাঠ্যক্রম থেকে বাংলা ভাষার রথী মহারথীদের সরিয়ে, ভাষার উন্নতির জন্য কিছু না করে বছরে একদিন শহীদদের স্মরণ করে ভাষার প্রতি সব দায়িত্ব শেষ করি। হয়তোবা ভুলে গেছি কেন শহীদদের রক্ত ঝরেছিল ঢাকার রাজপথে।

সবাইকে একুশের শুভেচ্ছা।

দুবনা, ২১ ফেব্রুয়ারি ২০২২

Saturday, February 19, 2022

অর্থ

যখন সংখ্যালঘুদের উপর একটার পর একটা আক্রমণ চলছে তো চলছেই তখন সরকারের অসাম্প্রদায়িক বাংলাদেশের বয়ান কি স্ববিরোধিতা নয়?
না। প্রতিটি আক্রমণ সংখ্যালঘুদের দেশত্যাগে বাধ্য করছে। এভাবে চললে অদূর ভবিষ্যতে বাংলাদেশ সংখ্যালঘু শূন্য হবে আর দেশ হবে অসাম্প্রদায়িক। সব সরকারই ভবিষ্যতের কথা ভাবে। সুতরাং তাদের বয়ান তাদের পরিকল্পনার সাথে সামঞ্জস্যপূর্ণ। অসাম্প্রদায়িকতার অর্থ সবার কাছে যে এক হবে তার তো কোন মানে নেই।

দুবনা, ১৯ ফেব্রুয়ারি ২০২২

Friday, February 18, 2022

উপলব্ধি

অনেক দিন দেশের বাইরে থাকলে হয়তো এমনটাই হয়। সকালে ফেসবুক খুলে এক সময়ের কোন প্রিয় গায়ক, নায়ক, খেলোয়াড় এ রকম কারও মৃত্যু সংবাদ পান, মনটা বিষিয়ে ওঠে। কিন্তু যেটা সবচেয়ে আশ্চর্যজনক তা হল কয়েক ঘন্টা আগেও আপনি জানতেন না যে সেই ব্যক্তি এখনও জীবিত। গত কয়েক দশক ধরে তার সম্বন্ধে এতটুকু ভাবার সময়, সুযোগ বা ইচ্ছে - কোনটাই আপনার হয়নি। ফেসবুকে কোন বন্ধুর স্ট্যাটাস আপনাকে ভোরে যে খবরটা দিল সেটা কি আপনার জন্য তাঁর মৃত্যু সংবাদই ছিল, নাকি তাঁর এতদিন বেঁচে থাকার, পৃথিবীর আলো বাতাস দেখার, পৃথিবীর সকল আনন্দ উপভোগ করার খবরও ছিল? যখন তিনি বেঁচে ছিলেন আপনি তাঁকে নিয়ে একটুও ভাবেন নি, আর যেই মরে গেল অমনি হাহাকার করে উঠলেন আর দেখা হবে না বলে, যেন তিনি আপনার সাথে বা আপনি তাঁর সাথে দেখা করার জন্য উদগ্রীব হয়ে বসে ছিলেন। এটাই কি আত্মপ্রবঞ্চনা?

দুবনা, ১৯ ফেব্রুয়ারি ২০২২

গরমিল

নির্বাচন আর নির্বাসন - বানানের এত গলাগলি থাকায় মনে হয় নির্বাচনকে বিনাবাক্যে নির্বাসন দেওয়া সম্ভব। 

দুবনা, ১৮ ফেব্রুয়ারি ২০২২ 

Thursday, February 17, 2022

দাবি

কথায় বলে ঈশ্বর তাদেরই সাহায্য করেন যারা নিজেদের সাহায্য করে। মানে তুমি আগে কিছুটা কর, পরে আমি তোমাকে সাহায্যের হাত বাড়িয়ে দেব।

সরকার পৃথিবীতে ঈশ্বরের এজেন্ট বিধায় সেই নিয়ম মেনেই চলে, মানে কিছুটা সাহায্য করে বাকিটা জনগণকে করতে বলে।

চারিদিকে দাবি - দাম কমাও। জান বাঁচাও।

সরকার জানের দাম কমিয়ে দিয়েছে। এখন বাঁচাটা একান্তই জনগণের হাতে।

দোষ কি সরকারের? না। যে লেখে সে তার মত করে লেখে, যে পড়ে সে তার মত করে পড়ে। লেখাপড়ার স্বাধীনতা বলে কথা।

দুবনা, ১৭ ফেব্রুয়ারি ২০২২

Wednesday, February 16, 2022

স্মৃতির মিছিল

ঘুম ভাঙতেই শুনলাম বাপ্পী লাহিড়ীর মৃত্যুর মিছিলে যোগ দেবার খবর। অবস্থা দেখে মনে হয় শিল্পীরা সব মিছিল করে যমরাজের কাছে প্রতিবাদ জানাতে যাচ্ছেন।
দেশে থাকতে অনুরোধের আসরের রেগুলার শ্রোতা ছিলাম। হেমন্ত, মান্না, শ্যামল, সন্ধ্যা, লতা, ভুপেন - এদের মাঝে কখনও তরুণ, কখনও বাপ্পী, কখনও মানবেন্দ্র আসর মাতাতেন। ছিল আরও অনেক নাম।
মস্কো আসার পরে বাংলা গান শোনা মূলত ক্যাসেটে। তবে ধীরে ধীরে ইন্ডিয়ান ক্ল্যাসিকাল (মূলত ইনস্ট্রুমেন্টাল) আর পশ্চিমা গান (বিটলস, পিঙ্ক ফ্লইড) এসবই বেশি প্রিয় হয়ে ওঠে।
১৯৮৭ সালে সাইবেরিয়া যাই নির্মাণ দলে কাজ করতে। থাকি জনপদ থেকে দূরে বনের গহনে। সন্ধ্যার পর করার কিছু থাকে না। সারাদিনের ক্লান্তি সাইবেরিয়ার তাইগার বাতাসে কোথায় যে উবে যায়! সেই ভরা গ্রীষ্মে যেখানে দিনের বেলায় তিরিশের উপর তাপমাত্রা, রাতে তা নেমে আসে শূন্যের কাছাকাছি। আমরা আগুন জ্বেলে তার চারপাশে বসে আড্ডা দিই, গান গাই। যদিও আমি কোরাস বাংলাদেশের নিয়মিত সদস্য ছিলাম, তবে গান যত না গাইতাম তার চেয়ে বেশি দল ভারী করতাম। তবে সাইবেরিয়ার এসব আসরে সাধের লাউ বা ঐ জাতীয় কিছু গেয়ে আসর মাতাতাম। গীটার বাজাত আইভরি কোস্টের ডিজেরে বা ইউরো। হঠাৎ একদিন ওরা গাইল
মালাইকা নকুপেন্দে মালাইকা
নিঙ্গা কিয়ে মা মা নিঙ্গা কিয়ে মা মা
নাসান দেলে মেরি সোনাইয়ে......
অবাক হয়ে শুনলাম আর মনে পড়ল বাপ্পী লাহিড়ীর সেই
জীবনটা কিছু নয় শুধু একমুঠো ধুলো
জান, আমাদের দেশে এই সুরে গান আছে?
তাই? এটা আমাদের লোকগীতি।
তখন বুঝলাম বাপ্পী লাহিড়ী কোথায় এই সুর পেয়েছেন।
গত বছর মাকে নিয়ে লিখব ঠিক করলাম, বড় মামার কাছে মার ছোটবেলার কথা জানতে চাইলে জানালেন মা আর বাপ্পী লাহিড়ীর মা একই সাথে একই স্কুলে পড়তেন।
এরপর আজকের খবর। এদিকে আজই তথাগত জানাল যে মিঠুন চক্রবর্তীর সেই যে বিখ্যাত নাচের গান (মনে হয় ও ডিস্কো ড্যান্সারের কথা বলছে) তার সুরকার বাপ্পী লাহিড়ী।
আসলে এসব মানুষেরা আমাদের জীবনের সাথে এমনভাবে জড়িয়ে আছে যে যুগের পর যুগ খবর না রাখলেও একেবারে হারিয়ে যান না, হারিয়ে যাবেন না।

দুবনা, ১৬ ফেব্রুয়ারি ২০২২



Tuesday, February 15, 2022

ভালবাসা

কয়েক দিন আগে সন্ধ্যা মুখোপাধ্যায় পদ্মশ্রী প্রত্যাখান করলেন। তারপর শুনলাম তাঁর শারীরিক অবস্থা খারাপ হবার কথা। এর মধ্যে লতা মঙ্গেশকর মারা যাবেন। আরতি মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার পড়ব। তাতেও কয়েক বার আসবে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কথা। কেন যেন মনে হল অচিরেই আমরা তাঁকে হারাতে যাচ্ছি। কেন মনে হল? কে জানে। ছোটবেলায় সন্ধ্যা মুখোপাধ্যায় আর আরতি মুখোপাধ্যায়ের প্রতি এক বিশেষ ধরনের ভালবাসা ছিল। সেটা অবশ্য আমার দুই কাকাতো বোনের কারণে - সন্ধ্যা দি ও আরতি দি। ওদের তখন বিয়ে হয়ে গেছে, থাকে ইন্ডিয়ায়। তখনও ওদের সাথে দেখা হয়নি। তাই এই দুই শিল্পীর গান রেডিওতে বেজে উঠলেই দিদি ঠাট্টা করে বলত, ভাই শোন শোন সন্ধ্যা দি আর আরতি দি গাইছে। আমিও ঠিক ঠিক বিশ্বাস করে বসতাম আর সেই বয়সেই এ দু'জনকে দিদি বলে ভাবতাম। বড় হয়ে সত্য ঘটনা জানলেও সেই ভালবাসা ঠিকই রয়ে গেছে দুজনের জন্য। ভালবাসা মরে না।

দুবনা, ১৬ ফেব্রুয়ারি ২০২২

তেল

বাসায় রান্না সাধারণত আমিই করি। তাতে তেলটা, মসলাটা, নুনটা একটু বেশি হয়ে যায়। এ নিয়ে অভিযোগ। বলি- ঠিক আছে আমি বাইরে খেয়ে নেব, তোমরা নিজেদের রান্না নিজেরাই কর। কিন্তু দু'দিন পর আবার দেশী খাবার খেতে জিভটা নিশপিশ করে, মনটা আনচান করে। তাই বৌকে বলি - আমাদের দেশে লোকজন সব কিছুতেই কারণে অকারণে প্রচুর তেল দেয়, তোমার সৌভাগ্য যে শুধু খাবারে তেল পাচ্ছ। আর নুন তো ভালোবাসার প্রতীক। 
সেটা না হয় বুঝলাম। কিন্তু মসলা। মসলার আধিক্যে তো বোঝাই যায় না মাছ খাচ্ছি না মাংস নাকি অন্যকিছু। 
মসলার জন্য তৈলাক্ত কিছু এখন আবিষ্কার করতে হবে।

দুবনা, ১৫ ফেব্রুয়ারি ২০২২

Monday, February 14, 2022

ভালবাসা

আজ ১৪ ফেব্রুয়ারি - একদিকে এটা ভালবাসা দিবস, অন্যদিকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে এক ঝাঁক তরুণ প্রাণের পুণ্যস্মৃতি স্মরণ করার দিন। এদের স্মরণ করার প্রয়োজন এ জন্যেই যে আজ যে আমরা ভালবাসতে পারছি সেই জায়গাটুকু তৈরি করতেই তারা প্রাণ দিয়েছিলেন। রাশিয়ার প্রায় সর্বত্রই একটা অলিখিত নিয়ম আছে যে বিয়ের পর তারা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত অনামী সৈন্যদের সমাধিতে ফুল দিতে। এটা দিয়ে তারা বলতে চায় - তোমরা ছিলে বলেই আমরা আছি, তোমাদের আত্মদান আমাদের ভবিষ্যৎ দিয়েছে। তোমাদের তাই এই ফুল দিয়ে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি।" আমরাও তো পারি আমাদের প্রিয় মানুষদের হাতে ফুল তুলে দেবার সময় সেই সব শহীদদের স্মরণ করতে, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে। কারণ তখন তারা ছিল বলেই আজ আমরা আছি।

দুবনা, ১৪ ফেব্রুয়ারি ২০২২ 
 

 

Sunday, February 13, 2022

স্বাভাবিক মৃত্যু

দুষ্কৃতকারীদের বিচার হওয়া দরকার এতে কোন সন্দেহ নেই। তবে তাদের দায়িত্বের প্রতি অবহেলার কারণে প্রতিদিন এই সব দুষ্কৃতকারী ব্যাঙের ছাতার মত গজাচ্ছে আর বার বার বিচার এড়িয়ে যাচ্ছে তাদের যদি জবাবদিহিতার আওতায় আনা না হয় বা না যায় তবে প্রতিদিন সন্ধ্যায় সূর্য অস্ত যাওয়ার মত এসব খুন ধর্ষণ সম্পত্তি গ্রাসের মত ঘটনা ঘটতেই থাকবে আর গাড়ি চাপা দিয়ে মারা স্বাভাবিক মৃত্যু বলেই পরিগণিত হবে।

দুবনা, ১৩ ফেব্রুয়ারি ২০২২

Saturday, February 12, 2022

বর্তমান

বর্তমান হল অতীতের চিত্রায়ণ যা অনবরত ভবিষ্যতের রুদ্ধ দ্বারে মাথা ঠুকে মরছে। 

দুবনা, ১২ ফেব্রুয়ারি ২০২২

Friday, February 11, 2022

পরিণতি

কোন দেশ যদি অঢেল প্রাকৃতিক সম্পদের অধিকারী হয় আর সে দেশের রাজনৈতিক নেতৃত্ব হয় দুর্বল তখন সে দেশের অবস্হা হয় অকর্মণ্য ও চরিত্রহীন স্বামীর সুন্দরী বউয়ের মত। তখন শুধু প্রতিবেশী নয় সাগর পারের নাগরও পেখম মেলে নাচতে শুরু করে তাকে ঘিরে।

দুবনা, ১১ ফেব্রুয়ারি ২০২২

Thursday, February 10, 2022

আআয় আয়

কেন আমাদের দেশের লোক মাথাপিছু বাৎসরিক আয় ২৫৫০ ডলার হলেও তার মুখ দেখতে পায় না?
আয়টা মাথার পেছনে থাকে, চোখটা মাথার সামনে। চাঁদের এপিঠ-ওপিঠ।
তাহলে কী করা?
নালিশ করা।
কার বিরুদ্ধে?
ঈশ্বরের বিরুদ্ধে করা যেতে পারে চোখ দুটো মাথার সামনে বসিয়েছেন বলে। অথবা ভাষাবিদদের বিরুদ্ধে আয়টা মাথার পেছনে বসিয়ে দিয়েছেন বলে।

দুবনা, ১০ ফেব্রুয়ারি ২০২২

Wednesday, February 9, 2022

রুচি

রুশ দেশে একটা কথা আছে - মানুষের রুচি ও রঙ নিয়ে তর্ক করতে নেই। কোন গান বা কোন লেখা কার ভালো লাগে বা লাগে না, সেটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। এ নিয়ে কারো মত প্রকাশে গায়ক বা লেখকের কিছু এসে যায় না, বিশেষ করে যখন তারা ধরা ছোঁয়ার বাইরে, ভিন জগতে। এটা শুধু যে লেখে তার রুচি অরুচি বা কুরুচির কথাই প্রকাশ করে। এসব নিয়ে কথা বলা মানে অকারণে এদের গুরুত্ব বাড়ানো।

দুবনা, ১০ ফেব্রুয়ারি ২০২২

ভ্যাক্সিন

শেষ পর্যন্ত বৌ করোনার ভ্যাক্সিন নিল। আমি বাইরে বসে দেখছিলাম। ডাক্তার বিভিন্ন প্রশ্ন করেন আর গুলিয়া না বলে। কারণ একটাই। ও ডাক্তারদের দু চোখে দেখতে পারে না (ইস, কেন মে ডাক্তারি পড়লাম না)। ওদিক থেকে প্রশ্ন 
ক্রনিক্যাল রোগ আছে?
সুযোগ পেয়ে আমি দরজার বাইরে থেকে বললাম
কয়েক বছর পর পর বাচ্চা প্রসব করে।
এটা ধর্তব্যের মধ্যে না।
ব্যাটা বেরসিক ডাক্তার। মনে মনে বললাম।

দুবনা, ০৯ ফেব্রুয়ারি ২০২২


Monday, February 7, 2022

স্বচ্ছতা

শীতে ধুসর আকাশের নীচে প্রায়ই নিজের ছায়া খুঁজে পাই না। তখন এই হাড্ডি চামড়াকে প্রচণ্ড স্বচ্ছ, প্রচণ্ড ট্র্যান্সপ্যারেন্ট বলে মনে হয়।

দুবনা, ০৭ ফেব্রুয়ারি ২০২২

Sunday, February 6, 2022

লতা

পৃথিবী থেকে লক্ষ যোজন দূর
মহাকাশে ছড়িয়ে গেল তোমার গানের সুর
কথা আর সুর আলোর সাথে মিশে
জানি বারবার উঠবে আবার মানুষের কানে ভেসে

দুবনা, ০৬ ফেব্রুয়ারি ২০২২

Wednesday, February 2, 2022

নিরপেক্ষতা

সংখ্যালঘু ও সংখ্যাগুরু শুধুমাত্র ধর্মীয় নয়, বিভিন্ন ক্যাটাগরিতেই হতে পারে। যদি ধর্মীয় সংখ্যালঘু অধিকাংশ ক্ষেত্রেই রিসিভিং এন্ডে থাকে তবে অর্থনৈতিক ক্ষেত্রে উল্টোটাই চোখে পড়ে। ১% মানুষ ৯৯% কে শোষণ করে মনের সুখে ঘুরে বেড়ায়। আর অধিকাংশ সরকার তাদের বিরুদ্ধেই কাজ করে যারা রিসিভিং এন্ডে থাকে। যদি প্রসাশন অন্তত নিরপেক্ষ থাকত, পক্ষপাতদুষ্ট না হয়ে আইন প্রয়োগ করত তাহলে অনেক সমস্যাই এড়ানো যেত।

দুবনা, ০২ ফেব্রুয়ারি ২০২২

Tuesday, February 1, 2022

প্রশ্ন

বলতে পার চীনের নববর্ষ ফেব্রুয়ারি মাসে কেন?
কারন সব চাইনিজ জিনিসের মত ওদের নববর্ষও দুই নম্বরি, তাই দ্বিতীয় মাসে আসে।

দুবনা, ০১ ফেব্রুয়ারি ২০২২

জন্মদিন

মানুষের জন্মদিন কয়টা?
আমাদের দেশের আশির দশকের আগে জন্ম নেওয়া অধিকাংশ মানুষের জন্মদিন তিনটে।
(১) আসল জন্মদিন - যা অনেকে নিজেরাই জানে না।
(২) স্কুলে শিক্ষকদের দেওয়া জন্মদিন, যেটা সে সমস্ত ডকুমেন্টে বয়ে বেড়ায়। এটা অনেক সময় তাঁরা করেন ভবিষ্যতে সরকারি চাকরির বয়সের কথা মাথায় রেখে।
(৩) ফেক জন্মদিন মানে ফেসবুক জন্মদিন - যা মানুষ নিজের ইচ্ছেমত লেখে ফেসবুক আইডি খোলার সময় এবং কোন এক অজ্ঞাত কারণে অধিকাংশ মানুষ সেখানে ভুল তথ্য দেয়।

দুবনা, ০১ ফেব্রুয়ারি ২০২২