Friday, July 3, 2020

অমর সঙ্গী

খুব সম্ভব ১৯৮৭ সালে দেশে বেড়াতে গিয়ে বিমলদের বাসায় ভিসিআর ভাড়া করে অনেকগুলো সিনেমা দেখি। সাথে ছিল দিদি, বউদি, রতন, তপন কুণ্ডু ওর বোনদের নিয়ে, আক্তারসহ অনেকেই। একসময় এজসাথে রাজনীতি করতাম, এরপর সোভিয়েত ইউনিয়নে চলে আসায় দূরে চলে গেলেও যোগাযোগ ছিল। কী কী ছবি দেখেছিলাম মনে নেই, তবে এই ছবিটা বেশ মনে আছে। পরে মস্কো এসেও অনেকবার শুনেছি গানটা। কিশর কুমারের অনেক গানই প্রিয়, এটা তাদের মধ্যে অন্যতম!

দুবনা, ০৩ জুলাই ২০২০



No comments:

Post a Comment