মানুষ যার কাছে থেকে সবচেয়ে বেশি আশা করে, যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করে, যে সব দুঃখ কষ্ট দূর করে সুখ আর শান্তি দেবে ভেবে জীবন কাটায়, তিনিই মানুষকে সবচেয়ে বেশি হতাশ করেন। কিন্তু "দুই টাকা চুরি করলে চোর, লাখ টাকা চুরি করলে সর্বশক্তিমান" সেই গল্পের মত কোটি কোটি মানুষের বিশ্বাস ভঙ্গ করেও তিনি বিস্বাসঘাতক নন, পরম শ্রদ্ধেয়। এটাই পরাজিতের মনস্তত্ব। এখানেই অন্ধবিশ্বাসের কাছে মানুষের পরাজয়।
দুবনা, ০৭ জুলাই ২০২০
No comments:
Post a Comment