বলতে পার বৃষ্টির মত রোদ্দুর কেন নামে না
বৃষ্টির মত হঠাৎ করেই রোদ্দুর কেন থামে না
বলতে পার রোদ্দুর কেন মুষলধারায় ঝরে না
টুপ টুপ করে বৃষ্টির মত রোদ্দুর কেন পড়ে না
বলতে পার বৃষ্টি কেন রৌদ্রের মত হাসে না
শীতের দিনে রোদের মত কেন সে ভালবাসেনা
রোদ বৃষ্টি হাতে হাত রেখে একসাথে কেন চলে না
রোদ বৃষ্টি মনে খুলে কেন কখনই কথা বলে না।
No comments:
Post a Comment