Tuesday, July 21, 2020

বলতে পার

বলতে পার বৃষ্টির মত রোদ্দুর কেন নামে না
বৃষ্টির মত হঠাৎ করেই রোদ্দুর কেন থামে না
বলতে পার রোদ্দুর কেন মুষলধারায় ঝরে না
টুপ টুপ করে বৃষ্টির মত রোদ্দুর কেন পড়ে না
বলতে পার বৃষ্টি কেন রৌদ্রের মত হাসে না
শীতের দিনে রোদের মত কেন সে ভালবাসেনা
রোদ বৃষ্টি হাতে হাত রেখে একসাথে কেন চলে না
রোদ বৃষ্টি মনে খুলে কেন কখনই কথা বলে না।

দুবনা, ২১ জুলাই ২০২০



No comments:

Post a Comment