Saturday, July 4, 2020

আজ বাংলাদেশ প্রবাসী পরিষদ রাশিয়ার ১০ বছর

২০১০ সালে মস্কোর অদূরে দেরঝিনস্কি নামে এক ছোট্ট শহরে মস্কো নদীর তীরে এক পিকনিকের মধ্য দিয়ে শুরু হয়েছিল বাংলাদেশ প্রবাসী পরিষদ রাশিয়ার যাত্রা। সে সময় মস্কোয় বাংলাদেশীদের বেশ কিছু সংগঠন থাকলেও সেগুলো ছিল হয় রাজনৈতিক অথবা কমার্শিয়াল। ছাত্র সংগঠন অবশ্য অন্য ব্যাপার। মস্কোয় তখনকার বাস্তবতায় একটা নির্দলীয় সংগঠন দাড় করান ছিল এক বিরাট চ্যালেঞ্জ যা পরবর্তীতে আমরা টের পেয়েছি। তারপরেও আমরা হতাশ হয়নি। আমাদের লক্ষ্যে, উদ্দেশ্যে সামনে এগিয়ে গেছি। বিগত ১০ বছরে বিভিন্ন কারণে অনেকেই মস্কো থেকে চলে গেছেন, বাংলাদেশী ডায়াস্পোরায় লোকের সংখ্যাও অনেক কমে গেছে। তারপরেও সীমিত শক্তি নিয়ে হলেও বাংলাদেশ প্রবাসী পরিষদ রাশিয়া মস্কোর বাংলাদেশীদের পাশে থাকার চেষ্টা করেছে। করোনা বিপর্যয়ে এবার বাংলা নববর্ষকে বরণ করতে না পারলেও চেষ্টা করেছে এ সময়ে সামর্থ্য অনুযায়ী বন্ধুদের পাশে দাঁড়াতে। আজ অনেক চড়াই উৎরাই পেরিয়ে বাংলাদেশ প্রবাসী পরিষদ রাশিয়া ১১ বছরে পা রাখছে। আমরা আশাবাদী আপনাদের সার্বিক সহযোগিতায় আমাদের এই পথচলা অব্যাহত থাকবে। শুভ জন্মদিন প্রিয় "বাংলাদেশ প্রবাসী পরিষদ রাশিয়া"। সবাইকে শুভেচ্ছা!

দুবনা, ০৪ জুলাই ২০২০

No comments:

Post a Comment