Wednesday, July 29, 2020

অবাক কাণ্ড

বছরের এই সময়টা বড়ই আশ্চর্যের
রাত দুপুরে ঘুম ভেঙ্গে যায় - সূর্যের;
দু চোখ বোজার আগেই মোরগ দিয়েছে ডাক
একইসাথে শেয়ালেরা মেরেছে শেষ হাঁক

বছরের এই সময়টা বড়ই আশ্চর্যের
মোরগের ডাকে ঘুম ভেঙ্গে গেছে ক্লান্ত সূর্যের
বলে, উঠে পড় বাছা ঘুমুলি তো তুই ঢের
এখনি সময় আমার সাথে প্রাণ খুলে গল্পের।

বছরের এ সময়টা বড়ই আশ্চর্যের
কোথায় যে টোটো করে ঘুরছে - দেখা নেই রাত্রের
সন্ধ্যা প্রদীপ কবেই জ্বলেছে রাত ফেরেনি বাড়ি
তারারাও তাই একটু জ্বলেই নিভে গেছে তাড়াতাড়ি

বছরের এই সময়টা বড়ই আশ্চর্যের
আকাশের বুকে দৌড় ঝাপ চলে রুপালী মেঘের
মেঘের আঁচলে মুখ ঢেকে রাখে একাকিনী সোনা চাঁদ
সূর্যের গায়ে জল ঢেলে দিয়ে পালিয়ে গিয়েছে রাত।

দুবনা, ২৯ জুলাই ২০২০

#নাবলাবাণী



No comments:

Post a Comment