মিকলুখো মাকলায়ার বুকের উপর দিয়ে হাঁটতে হাঁটতে
ইতালী হয়ে আমি চলে যাই ক্যানারী দ্বীপপুঞ্জে
তারপর লোহিত সাগর হয়ে চলে যাই নিউ গিনি
ইন্দোনেশিয়া, ফিলিপাইন, মালাক্কা একে একে পদানত
হংকং থেকে এমারাল্ডে ভাসতে ভাসতে
জাকার্তা হয়ে চলে যাই মল্লাক্স দ্বীপপুঞ্জে
সিঙ্গাপুর, সিডনি, মেলানেশিয়া, কুইন্সল্যান্ড
ভিতিয়াজের পথে আরও কত কত নাম
এবার ঘরে ফেরার পালা – সাঙ্কত পিতেরবুর্গ
অনেক বছর পরে আমার বুকের উপর দিয়ে হাঁটবে
কোন এক পাপুয়াস অথবা ল্যাটিন
ভারতীয়, বাংলাদেশী, আরব বা আফ্রিকান
এক সময় ওদের খোঁজে আমি ঘুরে বেড়িয়েছি সারা বিশ্ব
এখন সারা বিশ্ব ঘুরছে আমার বুকে
বিশ্ব মানবের হাসিকান্না, ভালবাসা আর বেদনার সাক্ষী হয়ে
আমি শুয়ে আছি মস্কোর একপ্রান্তে।
কত দীর্ঘশ্বাস ব্যাকুল করেছে আমাকে
কত আনন্দাশ্রু বয়েছে আমার বুকে।
আজ আমি শুধুই কংক্রিটের রাস্তা
ভালবাসার, ভালো লাগার, লক্ষ কোটি স্মৃতি ঘেরা
উলিৎসা মিকলুখো মাকলায়া।
No comments:
Post a Comment