দাদা, গোপী গাইন আর বাঘা বাইন নিয়ে আপনি কি মনে করেন?
এটা নারীবাদের সমর্থনে প্রথম বাংলা উপন্যাস, বাংলা ছবি?
এ আবার কী কথা?
দেখুন পেত্নী আর পত্নী পাশাপাশি থাকায় বাংলা ভাষা ও সাহিত্যে নারী পুরুষের মধ্যে যে অসামঞ্জস্য তৈরি হয়েছিল সেটাকে কিছুটা হলেও দূর করার দরকার ছিল। এখানে ভূত আর বর ছাড়া কোনই উপায় ছিল না। কিন্তু চাইলেই তো আর সবকিছু করা যায় না। তাই অতি সুক্ষ ভাবে গোপী আর বাঘাকে ভূতের বর দিয়ে ব্যাপারটার একটা সুরাহা করা হয়।
এত বুদ্ধি আপনি রাখেন কোথায়?
আর বলবেন না, কয়েকদিন আগে আবারও এক টেরাবাইট মেমরি কিনেছি।
দুবনা, ৩১ জুলাই ২০২০
No comments:
Post a Comment