Monday, July 27, 2020

মিষ্টি মেয়ে

আকাশের বুকে ভাসে ঘন কালো মেঘ
মেঘ থেকে ঝরে কত বৃষ্টি
বৃষ্টি ভেজা ঐ ঘন কালো চুলে
তোমাকে লাগে যে বড় মিষ্টি

বৃষ্টি ভেজা ঐ আঁকাবাঁকা পথ
কলসি কাঁখে গ্রাম কন্যা
হরিণীর মত সে চলে সেই পথে
মানে না বৃষ্টি বাদল আর বন্যা

নদীর বুকে সে লেখে প্রিয়কে চিঠি
দেবে বলে মেঘের হাতে
প্রিয় যেন আসে চুপিসারে
তার দোরে পূর্ণিমা রাতে

আকাশের বুকে ভাসে পূর্ণিমা চাঁদ
চাঁদ থেকে ঝরে আলো বৃষ্টি
চাঁদের আলোয় এই জ্যোৎস্না রাতে
তোমাকে লাগছে খুব মিষ্টি

দুবনা, ০৩ জুলাই ২০২০



No comments:

Post a Comment