Sunday, July 19, 2020

কথা

কথা ছিল নদীর তীরে রোদ আর মেঘের ভিড়ে
আসবে তুমি এই বিকেলে আসবে তুমি আবার ফিরে

পেরিয়ে গেল তিরিশ বছর সময় তো নয় আস্ত জীবন
তবু কেন ভুলে না মন, মনটা কেন হয় উচাটন

কোন এক জ্যোৎস্না রাতে ভিজে ভিজে চাঁদের আলোয়
বলেছিলে আমার জীবন ভরাবে তুমি হাসির আলোয়

সেসব আজ শুধুই স্মৃতি সে সবই মিথ্যে বলা
মিথ্যে স্বপ্ন বুকে নিয়ে একা একা পথচলা

কথা ছিল অনেক পরে সারা বিশ্ব ঘুরে ফিরে
সূর্য ডোবার একটু পরে আসবে তুমি আবার ফিরে

দুবনা, ১৯ জুলাই ২০২০




http://bijansaha.ru/albshow.html?tag=195













No comments:

Post a Comment