Thursday, July 9, 2020

তুমি

আমার মত তোমায় বল বাসবে কে আর ভালো
তুমি যে মোর রাতের আঁধার, তুমি দিনের আলো

তুমি আমার শীতের সূর্য, চৈত্র দিনের খরা
তুমি আমার ঝড়ো হাওয়া আকাশ তারা ভরা

তুমি আমার হেমন্তের আগুন ঝরা বন
তোমার চেয়ে এই দুনিয়ায় আছে কে আপন

তুমি আমার ভাদ্র দিনের নদী স্রোতস্বিনী
তুমি আমার সীতা সতী রাধা কলঙ্কিনী

রাগলে তুমি অগ্নি গিরির লাল টুকটুক লাভা
তুমিই আবার পুব আকাশে ঊষার আলোর আভা

তুমিই আমার চাঁদনি রাতে চাঁদের স্নিগ্ধ আলো
তোমায় ভালো বেসেছিলাম, তোমাকেই বাসব ভালো

দুবনা, ১৯ জুন ২০২০

No comments:

Post a Comment