আবার সড়কে মৃত্যু, আবার নিরাপদ সড়কের দাবী। কিন্তু সড়ক নিরাপদ নয় কেন? অন্যতম কারণ ড্রাইভাররা বেপারোয়াভাবে গাড়ি চালায়। রাস্তা ভালো সেটা বলছি না, তবে গাড়ির গতি নিয়ন্ত্রণের মধ্যে রাখলে অনেক দুর্ঘটনা এড়ানো যেত বলেই আমার বিশ্বাস। দু'জন ড্রাইভারকে জেল বা ফাঁসি দিয়ে এ সমস্যার সমাধান হবে না, হলে খুনখারাবি দেশ থেকে অনেক আগেই পালাত। দরকার এদের সামাজিকভাবে বয়কট করা। হতে পারে, ডাক্তাররা বলবেন আমরা ড্রাইভারদের বা অন্তত যারা বেপারোয়া গাড়ি চালায় তাদের বা তাদের পরিবার পরিজনের কারো চিকিৎসা করব না, দোকানের মালিকরা বলতে পারেন তাদের কাছে কিছু বিক্রি করব না ইত্যাদি ইত্যাদি। থানা পুলিশ থেকে এসব অনেক বেশি কার্যকরী। এটা করতে অন্তত সরকার বা কারো দ্বারস্থ হতে হবে না, নিজেরাই করতে পারবেন। দেখতে পারেন চেষ্টা করে।
দুবনা, ২৭ ফেব্রুয়ারি ২০১৯
দুবনা, ২৭ ফেব্রুয়ারি ২০১৯
No comments:
Post a Comment