এক সময় পড়াশুনা করতে মানে
পড়তে ও শুনতে খুব পছন্দ করতাম। এরপর শুরু করি লেখাপড়া, মানে পড়া আর শোনার সাথে
সাথে কিছু কিছু লেখা। বন্ধুদের অনুপ্রেরণায় এই লেখালেখির ফল একটা বই, বাংলায় আমার
প্রথম বই। যারা আইফোন, স্মার্টফোন আর কম্পিউটারের স্ক্রীন থেকে চোখ সরিয়ে মাঝে
মধ্যে আকাশের দিকে তাকিয়ে দেখতে পছন্দ করেন, ভালবাসেন সুদুর আকাশে মিটি মিটি করে
হাসতে থাকা তারাদের দেখে আনমনা হয়ে পড়তে, ভালবাসেন তাদের গল্প শুনতে বা পড়তে –
ছোটবড় সব বয়সী সেইসব মানুষের জন্যই আমার এ লেখা। তাদের জন্ম, তাদের বেড়ে ওঠা তাদের
হাসি কান্নার গল্প। সেই সাথে আছে সেই সব মানুষের কথা যারা আমাদের এইসব তারাদের
জানতে, চিনতে শিখিয়েছেন। আছে অতীতকালের কথা আর সেই সাথে বর্তমানের বিভিন্ন
রোমহর্ষক কাহিনী। আছে মহাকালের সাথে মহাকাশের মান-অভিমানের গল্প, আর আছে তাদের
বেড়ে ওঠার গল্প।
আগামী ১৮ ফেব্রুয়ারি ২০১৯
সোমবার একুশের বইমেলায় বইটি পাওয়া যাবে দ্যু প্রকাশনের স্টলে (স্টল নং ৩৩১)
No comments:
Post a Comment